চার মাস পর বাড়ি ফিরলেন মোহনবাগানের পাপা

0
644

বঙ্গদেশ ডেস্ক: মোহনবাগানের শেষ আইলিগ জয়ের অন্যতম কারিগর তিনি৷ মরশুম অনেক আগে শেষ হয়ে গেলেও সেনেগালের সেই ফুটবলার পাপা বাবাকর দিওয়ারা কলকাতাতেই ছিলেন৷

প্রায় চার মাস পর অবশেষে রবিবার তিনি ফিরে গেলেন নিজের দেশে৷ যাওয়ার আগে তিনি প্রাক্তন ক্লাব মোহনবাগানের উদ্দেশ্যে নিজের কর্তৃজ্ঞতা জানিয়ে গিয়েছেন৷ যদিও সবুজ-মেরুন জনতা এই মরশুমে তাঁর কাছে সবচেয়ে বেশি কর্তৃজ্ঞ৷

কারণ, আই লিগের মাঝপথে তিনি দলে যোগ দেন৷ তার পর কার্যত তাঁর পায়ের জাদুতে একের পর এক ম্যাচ জিতে আই লিগ জয় নিশ্চিত করে ওই ক্লাব৷ সেনেগালের এই স্ট্রাইকার এবার সবুজ মেরুন জার্সি পরে করে গিয়েছেন ১০টি গোল করে৷

চলতি বছরের মার্চের ১০ তারিখ আইজল এফসি’র বিরুদ্ধে তাঁর গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে বাগান। তার পর করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে সব বন্ধ হয়ে যায়৷ খেলাধূলাও স্বাভাবিক ভাবে বন্ধ হয়ে যায়৷

ফলে মোহনবাগানের বিদেশি কোচ, স্টাফ ও খেলোয়াড়রা কলকাতায় আটকে পড়েন৷ কোচ-সহ অন্যদের বাড়ি ফেরানোর গেলেও পাপাকে বাড়ি ফেরানো যায়নি৷ অবশেষে রবিবার তিনি ফিরে গেলেন৷ জানা গিয়েছে যে তাঁর যাওয়ার ব্যবস্থা পুরোটাই মোহনবাগান ক্লাবের তরফে করে দেওয়া হয়েছে৷