ভোটের মরসুমে মুসলিম শিশুদের মনমেজাজ ভালো রাখতে ‘আজান’প্রতিযোগিতার প্রস্তাব শিবসেনা নেতার

0
480

বঙ্গদেশ ডেস্ক:- মুসলিম শিশুদের নিয়ে অনলাইনে ‘আজান’ প্রতিযোগিতার প্রস্তাব দিয়েছিলেন শিব সেনার এক নেতা। এর জেরেই মিশ্রর প্রতিক্রিয়া তৈরি হয়েছে মহারাষ্ট্রে। ক্ষমতা কায়েম রাখতে উগ্র হিন্দুত্ববাদের প্রচারকরা আজ আদর্শচ্যুত বলেও কটাক্ষ করেছে বিজেপি।

স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি দক্ষিণ মুম্বই ডিভিশনের শিব সেনার দায়িত্বপ্রাপ্ত নেতা পাণ্ডুরঙ্গ সাকপাল মুসলিম শিশুদের নিয়ে অনলাইনে আজান প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন। একটি সংবাদংমাধ্যম সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দক্ষিণ মুম্বইয়ের একটি মুসলিম কবরস্থানের কাছাকাছি আমি বাস করি। সেখান থেকে প্রতিদিনই আজানের সুর ভেসে আসে আমার কানে। এটা শুনে আমি অভ্যস্ত। আমার বেশ ভালই লাগে এই সুর। এখন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সবাই ঘরবন্দি, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোচ্ছে না কেউই। স্কুল-কলেজ বন্ধ থাকায় শিশুরাও অবসাদগ্রস্ত হয়ে পড়ছে, স্বাভাবিক জীবনের ছন্দ ভুলতে বসেছে। তাদের মন মেজাজ খুশি রাখতে আজানের প্রতিযোগিতার আয়োজন করতে বলেছি আমার সহকর্মী শাকিল আহমেদকে। আমাদের হিন্দুদের যেমন আরতি হয় তেমনি মুসলিমদের আজান। প্রয়াত বালাসাহেব ঠাকরেও কোনও ধর্মের বিরোধী ছিলেন না। এমনকী উদ্ধব ঠাকরেও সমস্ত সম্প্রদায়কে সমান চোখে দেখে।’

তাঁর এই সাক্ষাৎকার প্রকাশের সঙ্গে সঙ্গে বিতর্কের সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে রাজ্য রাজনীতিতে। ক্ষমতায় টিকে থাকার জন্য শিব সেনা নিজেদের আদর্শ বলতে ফেলেছে বলেও কটাক্ষ করেছে বিজেপি। বিধায়ক অতুল ভাটকলকর বলেছেন, শিব সেনা সারাজীবন রাস্তায় নমাজ পড়ার বিরুদ্ধে আন্দোলন করে এসেছে কিন্তু ভোট বড় বালাই। ভোটের সময় এই শিবসেনাই প্রচার করে এসেছে কংগ্রেসকে ভোট দেওয়া মানে সন্ত্রাস বা আজমল কাসভের পক্ষপাতিত্ব করা। সেখানে আজ ওরা নিজেরাই গদি ধরে রাখার জন্য নিজেদের আদর্শ বদলে ফেলেছে।

যদিও শিবসেনা এখন এই প্রস্তাব অস্বীকার করছে‌। কিন্তু অনেকেরই ধারণা চাপে পড়ে ব্যাকফুটে শিবসেনা। তাই তড়িঘড়ি নিজেদের প্রস্তাবকে অস্বীকার করে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখতে উঠেপড়ে লেগেছে।