রাম মন্দিরের ভূমি পুজোয় গেল মালদহের মাটি ও জল

0
793

বঙ্গদেশ ডেস্ক: হুগলির ত্রিবেণী থেকে জল গিয়েছে৷ তারাপীঠ থেকে গিয়েছে মহাশ্মশানের মাটি, যজ্ঞের ভস্ম-সহ আরও অনেক কিছু৷ কোচবিহার থেকে গিয়েছে মাটি৷ এবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজোয় গেল মালদহের জল ও মাটি৷

ইংলিশবাজার পাতালচণ্ডী, জহুরাতলা ও রামকেলি ধামের পবিত্র মাটি ভূমি পুজোর জন্য পাঠানো হয়েছে৷ মালদহের সুদুল্লাপুর দিয়ে প্রবাহিত হয়েছে গঙ্গা৷ সেখানকার গঙ্গার জলও পাঠানো হয়েছে৷ এছাড়া উত্তরবঙ্গের তিস্তা, মহানন্দা-সহ একাধিক পবিত্র নদীর জল পাঠানো হয়েছে বলে খবর৷

রাম মন্দিরের ভূমি পুজো শুরু হবে আগামী সোমবার৷ সেদিন রাখি পূর্ণিমা৷ ওই দিন বৈদিক মতে পুজোর কাজ শুরু হবে ভগবান রামের জন্মভূমিতে৷ অগস্টের ৫ তারিখ ৪০ কেজি ওজনের রূপোর ইট দিয়ে ভূমি পুজো করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এছাড়াও উপস্থিত থাকবেন আরও অনেক অতিথি৷

কয়েকশো বছরের লড়াইয়ের পর অবশেষে রাম মন্দির তৈরি হতে চলেছে৷ ফলে দেশজুড়ে রাম মন্দির নির্মাণের ভূমি পুজো ঘিরে উন্মাদনা শিখরে পৌঁছেছে৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজোয় অংশীদার হতে চাইছেন অনেকে৷ সেই কারণেই মাটি, জল ইত্যাদি পাঠানো হচ্ছে৷ তাতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গও৷

হুগলির ত্রিবেণী থেকে গিয়েছে গঙ্গার জল৷ কোচবিহার থেকে মাটি পাঠানো হয়েছে৷ তারাপীঠ মহাশ্মশানের মাটি, দ্বারকা ও জীবিতকুণ্ডের জল পাঠানো হয়েছে অযোধ্যায়৷ গত মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ সেই যজ্ঞের ভস্মও পাঠানো হয়েছে অযোধ্যায়৷