করোনা ভয় জয় করে ২০২০-র প্রথম মহাকাশ অভিযান পিএসএলভি সি৪৯ পাড়ি দেবে শনিবার

0
461

বঙ্গদেশ ডেস্ক:- ২০২০ সালের মারণ ভাইরাস করোনার ভীতি কাটিয়ে এবার মহাকাশ অভিযানের যাত্রা শুরু। ৭ই নভেম্বর অর্থাৎ আজ লঞ্চ করা হচ্ছে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল সি-৪৯ বা পিএসএলভি সি-৪৯। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বক্তব্য, এটি দেশের অন্যতম রাডার ইমেজিং স্যাটেলাইট।

পিএসএলভি সি-৪৯-এ থাকছে আরও কয়েকটি দেশের ৯টি স্যাটেলাইট। শুক্রবার এই পিএসএলভি লঞ্চের প্রস্তুতি খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে বলে খবর। অপেক্ষার কাউন্টডাউনও শুরু হয়েছে। আজ দুপুর ৩টের সময় মহাকাশে পাড়ি দেবে পিএসএলভি সি-৪৯।

সংবাদসংস্থা আইএএনএসকে দেওয়া সাক্ষাতকারে ইসরোর এক আধিকারিক জানিয়েছেন, ২০২০ সালের প্রথম মহাকাশ অভিযান এটি। এরপর ডিসেম্বরে আরও একটি অভিযানের পরীক্ষা করা হবে।

পিএসএলভি সি-৪৯ উৎক্ষেপণের পরবর্তীতে শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হবে এসএসএলভি বা স্মার্ট স্যাটেলাইট লঞ্চ ভেহিকল। শনিবার লিথুয়ানিয়ার ১টি টেকনোলজি ডেমনস্ট্রেটর, লুক্সেমবার্গের ৪টি মারিটাইম অ্যাপ্লিকেশন স্যাটেলাইট, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪টি লেমুর মাল্টি মিশন রিমোট সেন্সিং স্যাটেলাইটের সঙ্গে মহাকাশে উৎক্ষেপণ করা হবে পিএসএলভি সি-৪৯।

এই উপগ্রহগুলির সঙ্গে থাকছে ভারতের রাডার ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১। পিএসএলভি সি-৪৯ লঞ্চারটি ৪৪.৫ মিটার দীর্ঘ বলে জানা গিয়েছে। ভারতের এই উপগ্রহ দেশের সব ধরণের আবহাওয়ার ছবি পাঠাতে দক্ষ বলে ইসরো জানিয়েছে। দিন এবং রাত উভয় সময়েই ছবি পাঠাতে পারবে ভারতের রাডার ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১।

বিক্রম সারাভাই স্পেস সেন্টারের ডিরেক্টর এস সোমনাথ জানান, পিএসএলভি সি-৪৯ ভারতের রিস্যাট-২, বিআর ২ ও অন্যান্য বাণিজ্যিক উপগ্রহ সঙ্গে নিয়ে মহাকাশে পাড়ি দিতে চলেছে। এরপর ডিসেম্বরে লঞ্চ করা হবে পিএসএলভি সি-৫০। তার আরও এক মাস পরে লঞ্চ করা হবে জিএসএটি ১২আর স্যাটেলাইট।

একটি লঞ্চের পর আরেকটি স্যাটেলাইট লঞ্চ করতে কমপক্ষে ৩০ দিন সময় লাগে বলে জানিয়েছে ইসরো কর্তৃপক্ষ। পিএসএলভি সি-৪৯ ছাড়াও আরও তিনটি স্যাটেলাইট লঞ্চ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সেগুলি হল জিআইস্যাট, মাইক্রোস্যাট-২এ এবং জিস্যাট-১২আর।