যোগীর আইনে ভীত সাংসদ হাসান, “মুসলমান ছেলেরা হিন্দু মেয়েদের বোনের চোখে দেখুন”

0
882

বঙ্গদেশ ডেস্ক:- লাভ জিহাদ কেন্দ্র করে দেশজুড়ে প্রবল বিতর্কের শেষ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একদিকে উত্তরপ্রদেশ সরকার লাভ জিহাদের বিরুদ্ধে অর্ডিন্যান্স জারি করেছে, অন্যদিকে এলাহাবাদ ও দিল্লি হাই কোর্ট সাবালক-সাবালিকার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা উচিত নয় নির্দেশ দিয়েছে। এর‌ই মধ্যে আবার বিজেপি বিরোধীদের অভিযোগ, গেরুয়া শিবির হিন্দু ও মুসলিমের মাঝে ঘৃণার দেওয়াল তৈরি করতে বদ্ধপরিকর। এই নিয়ে চলা টালমাটাল অবস্থার মাঝেই মুসলিম যুবকদের প্রত্যেক হিন্দু মেয়েদের ‘বোন’ ভাবার পরামর্শ দিয়ে বিজেপিকে খোঁচা দিলেন সমাজবাদী পার্টির সাংসদ এসটি হাসান (ST Hasan)। উত্তরপ্রদেশের মোরাদাবাদের সাংসদ একথাও বলেছেন, তা না হলে সরকার মুসলিমদের উপর অকথ্য অত্যাচার চালাবে।

বৃহস্পতিবার এপ্রসঙ্গে তিনি জানান, ‘লাভ জিহাদ (Love jihad) আদতে একটি রাজনৈতিক চাল। নির্বাচন এলেই বিজেপি সূক্ষ্মভাবে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজনের চেষ্টা করে। আমাদের দেশে প্রত্যেকটি মানুষের নিজস্ব পচ্ছন্দ অনুযায়ী সঙ্গী নির্বাচনের অধিকার রয়েছে। হিন্দুরা যেমন মুসলিমকে বিয়ে করতে পারেন অন্যদিকে মুসলিমরাও হিন্দুকে বিয়ে করতে পারেন। যদি আপনারা এই ধরনের ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখতে পাবেন তারা সুখেই আছেন। কিন্তু, যখনই কোনও লাভ জিহাদের ঘটনা দেখা যায় তখনই অভিযোগ ওঠে ছেলেটা মুসলিম ছিল। তাই আমি মুসলিম ছেলেদের সুরক্ষার্থে তাদের কাছে অনুরোধ করছি হিন্দু মেয়েদের নিজের বোনের চোখে দেখুন। না হলে সরকার আপনাদের উপর অমানুষিক অত্যাচার করবে।’

গত মঙ্গলবারই লাভ জিহাদ সংক্রান্ত অর্ডিন্যান্স পাশ হয়েছে যোগী মন্ত্রিসভায়। ওই অর্ডিন্যান্স অনুযায়ী, বিয়ের জন্য যদি কাউকে জোরজবরদস্তি ধর্মান্তরিত করা হয় তাহলে কঠোর শাস্তি রয়েছে তার কপালে। যার জেরে ১ থেকে ১০ বছর পর্যন্ত জেল ও সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাও ধার্য করা হতে পারে। কিন্তু এই অর্ডিন্যান্স জারির পর সমাজবাদী পার্টি সমেত রাজ্যের সমস্ত বিরোধী দলই এর বিরোধিতা করছে। এর বিরোধিতায় এর আগে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব ২৫ নভেম্বর যোগী আদিত্যনাথকে নিশানা করে বলেছিলেন, ‘যোগী জিহাদী উন্মাদনা ছড়িয়ে জনতাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’