হিন্দু সম্প্রদায়কে নিয়ে চরম অপমানজনক মন্তব্য সুজাতা মন্ডলের, SC-দের ভিখিরি বলে আখ্যা 

0
1294

বঙ্গদেশ ডেস্ক:হিন্দু সম্প্রদায়কে নিয়ে চরম অপমানজনক মন্তব্য করে আলোচনায় এলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মন্ডল। একটি সংবাদমাধ্যমে ভোটের পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের SC- দেরকে “ভিখিরি” বলে সম্বোধন করেছে তৃণমূলের এই প্রার্থী। এখনও পর্যন্ত এই মন্তব্যকে নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হতে দেখা যায়নি তৃণমূলের এই বিধায়ক পদপ্রার্থীকে। 

ভোটের দিন গণবিক্ষোভের মুখে পড়ে তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী। স্থানীয় জনতা সুজাতা মন্ডল ও তার সাথে লোকজনকে তাড়া করে। একাধিক গণমাধ্যম সেই সময় উক্ত স্থানে উপস্থিত ছিল এবং সেই গণবিক্ষোভের মুখে পড়ার দৃশ্য তুলে ধরে। এসময় স্থানীয় জনগণের তাড়া খেয়ে সুজাতা মন্ডল ধানক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে কোনক্রমে রক্ষা পায়। এরপর গণমাধ্যমে ভোট নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে SC- দেরকে “ভিখিরি” বললেন সুজাতা মন্ডল। 

এই মন্তব্যের পরপরই ব্যাপক সমালোচনা শুরু হয় রাজ্য রাজনীতিতে৷ বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের প্রতিক্রিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়ে একটি প্রেস কনফারেন্স করা হয়েছে। বিজেপি তাদের নির্বাচনী প্রচারে দলিত বিরোধী এই বক্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে দলিত বিরোধী দল হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়াও সুজাতা মন্ডলের বিরুদ্ধে SC/ST কমিশনে যাওয়ার সম্ভাবনা রয়েছে একটি দলের।