পাকিস্তানিদেরও পাঠানো হবে রাম মন্দিরের ভূমি পুজোর প্রসাদ

0
658

বঙ্গদেশ ডেস্ক: অযোধ্যায় মন্দির নির্মাণ নিয়ে একাধিকবার অপত্তি জানিয়েছিল পাকিস্তান৷ কিন্তু সেই আপত্তিকে একেবারেই গুরুত্ব না দিয়ে অযোধ্যায় জোরকদমে চলছে ভূমি-পূজনের তোড়জোড়৷ হিন্দুদের এই খুশির দিনে পাকিস্তানকে ব্রাত্য করতে চায় না রাম মন্দির ট্রাস্ট৷ ৫ আগস্ট অন্যান্য দেশের দূতাবাসের পাশাপাশি পাক দূতাবাসেও ভগবান রামের প্রসাদ হিসেবে লাড্ডু পাঠানো হবে৷

সাধারণত খুশির দিনগুলিতে মিষ্টি ভাগ করে নেওয়া ভারতীয় ঐতিহ্যের অন্যতম অংশ। অন্যথা হচ্ছে না এক্ষেত্রেও। দিল্লিতে অবস্থিত সমস্ত দেশের দূতাবাসে মিষ্টির প্যাকেট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রামমন্দির ট্রাস্ট। পাকিস্তান ও বাংলাদেশের মত প্রতিবেশী দেশ, যারা এই মন্দির নির্মাণে আপত্তি জানিয়েছে তাদের দূতাবাসেও মিষ্টি পাঠানো হবে বলে জানা গিয়েছে৷

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী বিদেশি অতিথিদের জন্য লখনৌয়ের বিশেষ লাড্ডু বিতরণ করা হবে৷ এই কারণে ১৬ লাখ বিশেষ লাড্ডু বানানোর বরাতও পেয়েছে লখনৌয়ের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। জানা গিয়েছে পুজোর আনুষ্ঠানিকতা মিটলেই ওই প্রসাদ পাঠানো হবে৷

কূটনৈতিক মহল অবশ্য এই লাড্ডু বিতরণকে মোদী সরকারের মাস্টারস্ট্রোক বলে অভিহিত করছে৷ প্রসঙ্গত ২০১৯ সালের ৫ আগস্টই কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করেছিল সরকার৷ পাকিস্তানের কাশ্মীর দখলের দিবাস্বপ্ন ভেঙে চুরমার হয়েছিল সেদিন৷ বিশেষজ্ঞদের মতে সেই ঘটনার বর্ষপূর্তিতে যেখানে পাকিস্তান বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে কাশ্মীরে ‘কালো দিবস’ পালন করাতে চাইছে, সেখানে রাম মন্দিরের তরফ থেকে লাড্ডু বিতরণের মাধ্যমে পাকিস্তানের সর্বাঙ্গে কাটা ঘায়ে নুনের ছিটে দিতে চাইছে ভারত৷