জুন ও জুলাইয়ের দু’টি আলাদা বিল পাঠাবে সিইএসসি

0
377

বঙ্গদেশ ডেস্ক: অগস্টে গ্রাহকদের দু’টি আলাদা বিল দেবে সিইএসসি৷ একটি জুন মাসের বিল দেওয়া হবে৷ আর দ্বিতীয়টি দেওয়া হবে জুলাই মাসের৷ সিইএসসি-র একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে৷ ওই সূত্র জানাচ্ছে যে জুন মাসের বিল বাবদ বেশিরভাগ গ্রাহকের থেকে কোনও টাকা নেওয়া হয়নি৷

তাই ওই বিলটি আলাদা করে দেওয়া হবে৷ এছাড়াও জুলাই মাসের জন্য আলাদা একটি বিল দেওয়া হবে৷ তবে দু’টি বিলকে মিশিয়ে একটি বিল হিসেবে গ্রাহকদের কাছে পাঠাতে রাজি নয় এই বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা৷ কিন্তু এই বিল কবে পৌঁছবে, তা এখনও নিশ্চিত করে জানাতে পারছেন না সংস্থার সঙ্গে জড়িত কেউই৷

কারণ, জুন মাসের বিলটি কোন হিসেবের পরিপ্রেক্ষিতে হবে, তা নিয়েই কাজ চালাচ্ছে ওই সংস্থা৷ সেই কাজ শেষ হলে গ্রাহকদের কাছে বিল পাঠানো হবে বলে খবর৷ প্রসঙ্গত, অধিকাংশ সিইএসসি গ্রাহকের কাছে জুন মাসে বিশাল অঙ্কের বিল পাঠিয়ে বসে সংস্থা৷ সেই নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ৷

সোশ্যাল মিডিয়ায় সমালোচনা৷ এমনকী, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে বিশাল অঙ্কের বিল চলে যায়৷ তার পরই নড়েচড়ে বসেন মন্ত্রী৷ সিইএসসি-র সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি৷ সেই বৈঠকগুলির পর সিদ্ধান্ত হয় যে জুন মাসের বিল গ্রাহকরা দেবেন না৷ নতুন করে বিল পাঠাতে হবে সিইএসসিকে৷

যদিও সিইএসসির বক্তব্য ছিল, লকডাউনের সময় মিটার রিডিং করা সম্ভব হয়নি৷ সেই কারণে, এপ্রিল-মে মাসে গড় বিল পাঠানো হয়৷ রিডিং নেওয়ার পর জুন মাসে পুরোটা অ্যাডজাস্ট করে বিল পাঠানো হয়৷ সেখানেই বিপত্তি ঘটে৷ অস্বাভাবিক বিলের ধারণা সেখান থেকেই তৈরি হয় বলে ওই সংস্থার দাবি৷

যদিও গ্রাহকদের অভিযোগ, অধিকাংশের কাছে কয়েক হাজার টাকার বিল গিয়েছে৷ যা একেবারেই স্বাভাবিক নয়৷ দু’মাস রিডিং না নিয়ে পরে রিডিং নিয়ে তা অ্যাডজাস্ট করলেও বিলে টাকার পরিমাণ এত বেশি হওয়ার কথা ছিল না৷ ফলে গ্রাহকদের আশঙ্কা এখনও কাটেনি৷ জুন মাসের নতুন বিল কেমন হবে, তা নিয়ে ধন্দে রয়েছেন অনেকে৷