পাখির চোখ কমনওয়েলথ! রয়েছেন তিন বঙ্গতনয়া, সঙ্গে বাঙ্গালী কোচ

0
584

বঙ্গদেশ ডেস্ক:প্রণতি নায়েক, ত্রিয়াশা পাল ও প্রতিষ্ঠা সামন্ত। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে এই তিন বাঙ্গালী অ্যাথলিট অংশগ্রহণ করছেন। এই তিন কন্যের থেকে পদক জয়ের আশায় বুক বেঁধেছে বঙ্গবাসী। শুধুমাত্র অ্যাথলিটই নন, বাঙ্গালী হিসেবে বার্মিংহ্যামে উপস্থিত থাকছেন জাতীয় জিমন্যাস্টিক্স দলের কোচ বিশ্বেশ্বর নন্দী।

নদিয়া জেলার মদনপুরের বাসিন্দা ত্রিয়াশা পাল। কমনওয়েলথ সাইক্লিংয়ে অংশ নেবেন তিনি। বাঙ্গালা থেকে এই প্রথম কোনও সাইক্লিস্ট কমনওয়েলথ গেমসে নামতে চলেছেন। ত্রিয়াশার পদকের আশায় বুক বেঁধেছে তাঁর পরিবার-সহ গোটা রাজ্যবাসী।

২০১৯ সালের এশিয়ান জুনিয়র সাইক্লিং, এশিয়া কাপ সাইক্লিং, জার্মানির ফ্র্যাঙ্কফুটে অনুষ্ঠিত ওয়ার্ল্ড জুনিয়র সাইক্লিং প্রতিযোগিতার অংশগ্রহণ করেছিলেন ত্রিয়াশা। তবে কমনওয়েলথ গেমসের এই পদক এই সাইক্লিস্টের কেরিয়ারে বড়সড় পরিবর্তন এনে দেবে।

ত্রিয়াশার মতো কমনওয়েলথ গেমসে প্রথমবারের মতো পা ফেলেছেন প্রতিষ্ঠা সামন্ত। হাওড়ার সাঁতরাগাছির বছর উনিশের প্রতিষ্ঠা বিশ্বেশ্বর নন্দীর ছাত্রী। ২০১৮ সাল পর্যন্ত বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি। বর্তমানে ত্রিপুরার হয়ে জাতীয় স্তরের প্রতিযোগিতায় নামেন প্রতিষ্ঠা।তিনটি আর্টিস্টিক জিমন্যাস্টিক্স বিশ্বকাপ ও দোহা এশিয়ান সিনিয়র জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রতিষ্ঠা। তারপরই বার্মিংহ্যামে যাওয়ার টিকিট পেয়েছেন।

অলিম্পিক গেমসের ব্যর্থতা কমনওয়েলথে পদক জিতে পুষিয়ে নিতে চান জিমন্যাস্ট প্রণতি নায়েক। পিংলার মেয়ে প্রণতি ২০১৪ এবং ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করেছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথে ভল্ট দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন প্রণতি।

দীপা কর্মকারের মতো জিমন্যাস্টদের উঠে আসা বিশ্বেশ্বর নন্দীর হাত ধরে। তাঁর কাছে এবারের কমনওয়েলথ গেমস বেশ চ্যালেঞ্জিং। গেমস শুরু হওয়ার মাত্র তিন দিন আগে রোহিত জয়সওয়ালকে সরিয়ে তাঁকে জাতীয় দলের কোচ করা হয়েছে।