রামমন্দিরের উদ্দেশ্যে নিধি সমর্পণের জন্য হিন্দুদের ধন্যবাদ জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের বিশাল মিছিল

0
629

বঙ্গদেশ ডেস্ক: দীর্ঘ শতাব্দী সংগ্রামের পর সুপ্রিম কোর্টের নির্দেশে রামমন্দির নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। সারা দেশজুড়ে চলছে রামমন্দিরের জন্য নিধি সংগ্রহের অভিযান। দেশের সাধারণ ধর্মপ্রাণ হিন্দুরা দুই হাত ভরে ভগবান রামচন্দ্রের গৃহের জন্য নিধি সমর্পণ করছে। দেশজুড়ে হিন্দুদের অভূতপূর্ব সাড়া দিয়েছে রামমন্দিরের জন্য নিধি সমর্পণ অভিযানে। আর তাই এই ধর্মপ্রাণ হিন্দুদেরকেকে ধন্যবাদ জ্ঞাপন করে এক বিশাল অভিনন্দন যাত্রার আয়োজন করেছে বিশ্ব হিন্দু পরিষদ। 

বর্ধমান শহরে গত ৬ ফেব্রুয়ারী তারিখে এই মহা মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিলটি বর্ধমান শহর প্রদক্ষিণ করতে করতে জয় শ্রী রাম ধ্বনির মাধ্যমে রামভক্তদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে। মিছিলে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা ছাড়াও বর্ধমানের অনেক সাধারণ হিন্দুও অংশগ্রহণ করে। এসময় তারা জয় শ্রী রাম ধ্বনি দিতে দিতে পুরো শহর প্রদক্ষিণ করে। 

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সংযোজক প্রসেনজিৎ শিকদার, জেলা সহ সংযোজক সন্তু রায় ও তাপস দাসের নেতৃত্বে সাধারণ ধর্মপ্রাণ হিন্দুদেরকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই ব্যতিক্রমী মিছিলের আয়োজন করে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিলটি বর্ধমানের উৎসব ময়দান থেকে শুরু হয়। এরপর ধীরে ধীরে BC রোড, পার্কাস, তেঁতুল তলা, টাউন হল ইত্যাদি স্থান প্রদক্ষিণ করে বিশ্ব হিন্দু পরিষদের এই বিশাল মিছিলটি। সবশেষে সেই উৎসব ময়দানে এসে সকল হিন্দুদের পুনরায় ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে এই কর্মসূচীর পরিসমাপ্তি ঘটে। রামমন্দির ভারতীয় জাতি সত্ত্বার পরিচয়ের নিদর্শন। আর তাই এই মন্দিরটি হিন্দুদের আবেগের সাথে মিশে আছে। তারই প্রতিফলন দেখা গিয়েছে রামমন্দিরের নিধি সংগ্রহ অভিযানে।