কমন সেন্স

0
587
গৌতম চন্দ্র
অধ্যাপক ও বিজ্ঞানী

বর্ধমান বিশ্ববিদ্যালয়

পৌষ – মাঘের আগমনে
দেশে পড়ল বেজায় শীত,
আগুন জ্বেলে ঘিরে বসে

গাইছে সবে দেশোয়ালী গীত।

রানী বললেন,”শুরু কর
‘কম্বল শ্রী’ অভিযান,
করা হবে মাথা পিছু

একটি করে কম্বল দান”।

প্রজাগণ মহাখুশি
করে রানীর জয়গান,
জয়ধ্বনি দিয়ে বলে,

‘তিনি ই আমাদের ভগবান’।

সব শুনে ভেড়ার দল
উঠল ভীষণ রেগে
সমস্বরে দাবি করে,

‘আমাদের ও শীত লাগে’।

দয়ালু রানী শুনে বলেন,
‘ভেড়াদের নেই কোনও সম্বল,
ওদেরকে ও দিয়ে দাও

মাথাপিছু একটি কম্বল’।

প্রতিশ্রুতির বাক্য শুনে
উল্লসিত ভেড়ার দল,
ঘুম দেবে মনের সুখে

গায়ে চাপিয়ে কম্বল।

‘এতো উল পাবে কোথায়?’,
শুধায় ভেড়ার বাচ্চা হেসে,
‘গায়ের লোম ছেঁটে নেবে মা,

বরকন্দাজ এসে’।

ভেড়ার বাচ্চা যা বোঝে
আমরা বুঝি না!
বুদ্ধিমান সেজে থাকা
মোদের সাজে না।