এবার হলুদ ট্যাক্সি, অ্যাপ ক্যাব কমতে পারে রাজপথে

বঙ্গদেশ ডেস্ক: রাজ্য সরকার এবং বাসমালিকদের বিবাদের দরুন বেসরকারি বাস তো চলছিল না বললেই চলে, এবার কমতে চলেছে হলুদ ট্যাক্সি, অ্যাপ ক্যাবের সংখ্যাও। পরিসংখ্যান অনুযায়ী আজ থেকে ১৫ দিন আগে যত সংখ্যক ট্যাক্সি চলত লাভ না করতে পারায় তার অর্ধেক সংখ্যক ট্যাক্সি চলে এখন।

জনৈক ক্যাব চালকের কথায়, পেট্রল-ডিজেলের খরচ, অ্যাপ ক্যাব সংস্থা, ট্যাক্সিমালিকদের কমিশন মিটিয়ে একদিনে আড়াইশো টাকাও থাকেনা। বহুদিন ধরেই এই দুরাবস্থা চলছে অ্যাপ ক্যাব চালক, ট্যাক্সিচালকদের৷ অনেকেই তাই আর রাস্তায় বেরোতে চাইছেন না।

বাসমালিকদের সংগঠনের মতই কলকাতার অ্যাপ ক্যাব ও ট্যাক্সি সংগঠনগুলোও এবার ভাড়া বৃদ্ধির দাবী পেশ করতে চলেছে সরকারের কাছে। প্রায় প্রতিদিনই বাড়ছে পেট্রোপন্যের দাম, ভাড়া বাড়ছেনা, আয় কমছে চালকদের। অনলাইন অ্যাপ ক্যাব গিল্ডের সাধারণ সম্পাদপক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মঙ্গলবারে তারা পরিবহণ সচিবের সামনে এইসব বিষয়গুলি তুলে ধরবেন। রোজগারের অভাবে একজন চালক আত্মহত্যাও করেছেন, প্রশাসনের এবার উচিত অনলাইন অ্যাপ ক্যাব প্রোভাইডারদের সাথে কথা বলা।

পিছিয়ে নেই ট্যাক্সিমালিকদের সংগঠনও। জুলাইয়ের মাঝামাঝি সরকার ভাড়া বাড়ানো নিয়ে কোনো সিদ্ধান্ত না নিতে পারলে তাদের ট্যাক্সি ধর্মঘটেরও পরিকল্পনা রয়েছে। সংগঠনের এক নেতা বিমল গুহ বলেন ” ট্যাক্সিতে উঠলেই আমরা নুন্যতম ৫০ টাকা ভাড়ার আবেদন করছি। প্রশাসন এই বিষয়ে গুরুত্ব না দিলে হয় নিজেদের মত ভাড়া বাড়িয়ে নেব আমরা, নচেৎ ট্যাক্সি বন্ধ থাকবে।”