৮৩ টি তেজস সরবরাহে সবুজ সংকেত, বায়ুসেনার নজরে গোটা প্রক্রিয়া

0
531

বঙ্গদেশ ডেস্ক – ভারতের সেনা, নেভি এবং এয়ারফোর্সের আধুনিকীকরণের প্রয়াস চলছে বিগত বেশ কয়েক বছর ধরে। এই প্রচেষ্টার ধারবাহিকতা বজায় রেখে হিন্দুস্তান এয়ারোনটিকস লিমিটেড বা হ্যাল’কে মিলিটারির ইতিহাসে অন্যতম বৃহৎ একটি অর্ডার দেওয়া হল। মোট ৮৩ টি দেশীয় প্রযুক্তিতে তৈরি মার্ক ১ এ লাইট কমব্যাট এয়ারক্রাফট, ৪৮ হাজার কোটি টাকার বিনিময়ে ভারতীয় বায়ুসেনাকে সরবরাহের জন্যে চুক্তিবদ্ধ হয়েছে হ্যাল।

এই সরবরাহের প্রক্রিয়াটি যাতে দ্রুত ও সঠিক উপায়ে সম্পন্ন হয় তা নিশ্চিত করতে উপস্থিত থাকবে বায়ুসেনার একটি বিশেষ টিম। গত বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিক একথা জানিয়েছেন বলে কোলকাতা ২৪ x ৭ তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

অন্যদিকে ডিরেক্টর জেনারেল ভি এল কান্থা যিনি ডিফেন্সের একুইজিশানের দায়িত্বে রয়েছেন তিনি জানান, তিন বছরের মধ্যেই ভারতীয় বায়ুসেনা এই তেজসগুলি নিজেদের হাতে পেয়ে যাবে। এই অর্ডারে ৭৩ টি মার্ক ১ টি যুদ্ধবিমান ও ১০ টি ট্রেনিং এয়ারক্রাফট থাকবে। এসপিএস এভিয়েশনের জন্যে লিখতে গিয়ে ভারতীয় বায়ুসেনার প্রাক্তন চিফ ট্রেনিং কমান্ডার এয়ার মার্শাল বি কে পান্ডে এই পদক্ষেপটির প্রশংসা করে দিনটিকে ‘রেড লেটার ডে’ হিসাবে চিহ্নিত করেছেন।

সব যুদ্ধবিমানগুলিই আগামী ৯ বছরের মধ্যে ভারতীয় বায়ুসেনার কাছে পৌঁছে যাবে বলে হ্যাল জানিয়েছে। বায়ুসেনার তরফে নির্দিষ্ট সময়ে সরবরাহ নিশ্চিত করার দিকে নজর রাখা হচ্ছে। তেজস ভারতীয় বায়ুসেনার জন্য অত্যন্ত উপযোগী তাই নির্দিষ্ট সময়ে ডেলিভারি নিশ্চিত করতে একটি টিম তৈরি করা হয়েছে। তারা গোটা বিষয়টির উপরে নজর রাখবে। তেজস ছাড়াও ২০২৫ সালের মাধ্যে ভারতীয় বায়ুসেনার কাছে আসবে তেজস এম কে ২ ও অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট। অন্যদিকে টাটাও জার্মান প্রযুক্তিতে তৈরি এয়ারক্রাফট আনতে চলেছে। সব মিলিয়ে বায়ুসেনাকে সশক্ত করার পথে এই চুক্তির ফলে আরও একধাপ এগিয়ে যাবে ভারত।