ভারতের হাতে তৃতীয় টিকা, রাশিয়ার ‘স্পুটনিক’ও ভারতেই তৈরি হবে

0
578

বঙ্গদেশ ডেস্ক – ‘স্পুটনিক ভি’ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে উপযোগী একটি ভ্যাকসিন, যার পাশে প্রত্যক্ষভাবে রয়েছে রাশিয়ান বিনিয়োগ তহবিল বা আরডিআইএফ। আরডিআইএফ এবং ডঃ রেড্ডি, ভার্চো, স্টেলিস বায়োফর্মা ও প্যানাসিয়া বায়োটেকের মতো ভারতীয় ফার্মা সংস্থাগুলির মধ্যে একটি চুক্তির আওতায় ভারতে এই ভ্যাকসিন তৈরি করা হবে বলে উইওন জানিয়েছে। ভারত যেহেতু বিশ্বব্যাপী বিভিন্ন ভ্যাকসিনের উৎপাদন কেন্দ্র, তাই চুক্তিগুলি আগে থেকেই কার্যকর ছিল। ‘স্পুটনিক ভি’ ভ্যাকসিনের প্রায় ৭৫০ মিলিয়ন ডোজ ভারতে উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।

এই মাসের শুরুতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ নতুন দিল্লিতে এসেছিলেন। স্পুটনিক ভি ভ্যাকসিনের অনুমোদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “আমি এ কথা অস্বীকার করি না যে এই ক্ষেত্রে আরও সহযোগিতা রাশিয়ায় ভ্যাকসিন উৎপাদনকে সহায়তা করতে পারে। বিশেষজ্ঞদের এই বিষয়ে আলোচনা করা উচিত এবং এই ধরনের সহযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে এগিয়ে নিয়ে যাওয়া উচিত।”

মস্কোর তৈরি এই টিকা এখনও অবধি ৫৯ টি দেশে ব্যবহার হচ্ছে এবং এটি নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর বলে সংবাদ প্রতিদিন তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ভারত বায়োটেকের কোভীশিল্ড এবং অক্সফোর্ড এস্ট্রোজেনেকার কোভ্যাক্সিন তো আগেই ছিল, ভারতেই এখন তৃতীয় টিকা হিসেবে ‘স্পুটনিক ভি’ও তৈরি হবে। বিশ্বের বাজারে ভ্যাক্সিন নির্মাতা হিসেবে ভারতের উচ্চাসন আরও পোক্ত হল।

ভারত ছাড়াও চীন এবং আমেরিকাও কোভীডের টিকা বাজারে আনে। তবে প্রতিযোগিতার বাজারে সর্বপ্রথম টিকা আনে রাশিয়াই। এর নামেও অনেকে ‘ঠাণ্ডা লড়াই’ এর আভাস পেয়েছেন। তবে যুদ্ধ নয়, ভারত কিন্তু শান্তি বা ভাইরাস মুক্তির বার্তাই দিচ্ছে বিশ্বকে।