করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু ফলতার তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের

0
485

বঙ্গদেশ ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার তৃণমূল বিধায়ক তমনাশ ঘোষের। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। কোভিডে আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তমনাশ। সেখানেই বুধবার সকালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পশ্চিমবঙ্গে এই প্রথম কোনো বিধায়কের মৃত্যু হল।

১৯৯৮ সাল থেকে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন। তিনবার বিধায়ক পদে নিযুক্তও হন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বহু আন্দোলনে শরিক ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই পার্টি অফিসে নেমেছে শোকের ছায়া।

প্রায় একমাস ধরে অসুস্থ থেকে কলকাতার বাইপাসে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। প্রথম দিকে তিনি বিশেষ গুরুত্ব দেননি এই ব্যাপারে। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি গুরুতর হলে তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে ফেরানো যায়নি। তাঁর পরিবারের দুই মেয়েরও করোনা পজিটিভ ধরা পড়েছিল। কিন্তু তাঁরা সুস্থ হয়ে যান।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন। একটি টুইটবার্তায় তিনি বলেন, ‘খুবই দু:খিত। ফলতার তিনবারের বিধায়ক ও ১৯৯৮ সাল থেকে দলের কোষাধ্যক্ষ আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। গত ৩৫ বছর ধরে তিনি দল ও মানুষের কাজে একনিষ্ঠ ছিলেন। সামাজিক কাজের ক্ষেত্রেও তাঁর প্রচুর অবদান আছে।’

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান ছিলেন তমনাশ ঘোষ। গত মাসে কাজের সূত্রে দুর্গাপুর গিয়েছিলেন তিনি। সেইখানেই অসুস্থ হয়ে কলকাতায় ফিরলে তিনি করোনা টেস্ট করান। ২২ মে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। শুরু থেকেই তীব্র শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয় তৃনমূল বিধায়ককে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার ফলে গলায় সংক্রমন দেখা দেয়। ফলে যথাযথ চিকিৎসা চললেও তাঁর শেষ রক্ষা হয়নি।