মোদী ম্যাজিকে বুঁদ আমেরিকা‌ও, ট্রাম্পের নির্বাচনী প্রচারের ভিডিও জনপ্রিয়তা তুঙ্গে

0
487

বঙ্গদেশ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারকার্য চালাননোকালীন ভারতীয় বংশদ্ভুত মার্কিন ভোটারদের দৃষ্টি আকর্ষণের জন্য একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন। ভিডিওটি “4 more years” শিরোনামে চলতি বছরের আগস্ট মাসে ট্রাম্পের ভোটের প্রচার চালানোর সময় প্রকাশ করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিডিওটি দশ লক্ষাধিক পজেটিভ রিঅ্যাকশন পেয়েছে।

ভিডিওটিতে নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ইভেন্টে একসঙ্গে বক্তৃতার ক্লিপিং তুলে ধরা হয়েছে। সমগ্র ব্যাপারটি কো‌-চেয়ার অফ দ্যা ট্রাম্প ভিক্টরি ফাইনান্স কমিটি-ইন্ডিয়া-আমেরিকা (co-chair of the Trump Victory finance committee – Indian Americans)-র আল মাসনের মস্তিস্কপ্রসূত। ভিডিওটিতে আমেরিকার হাউডি মোদী ইভেন্ট এবং ভারতের নমস্তে ট্রাম্প ইভেন্টের ক্লিপিং গুলো তুলে ধরা হয়েছে। এর মধ্যে দিয়ে বোঝানো হয়েছে দুই দেশের মধ্যে সখ্যতা কত বেশি।

আগস্ট মাসে ট্রাম্পের প্রচার চলাকালীন 4years more ভিডিওটি প্রকাশ করা হয়। ট্রাম্পের উপদেষ্টা কেম্বারলি গিলফয়েল ২৩ শে আগস্ট টুইটারে ভিডিওটি পোস্ট করেন। তিনি মন্তব্য করেছেন, “আমেরিকা ও ভারতের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান। আমাদের অভিনব প্রচারকার্য দুই দেশের মানুষের‌ই হৃদয় জিতে নিয়েছে।”

 

অ্যাডভাইসরি বোর্ড, ইন্ডিয়ান ভয়েসেস ফর ট্রাম্প (Advisory Board, Indian Voices for Trump)-র বর্তমান সদস্য শ্রীধর চেতলা বলেন, “২০১৯ সালে উপ-নির্বাচনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিপুল ভোটে জয়লাভ করেন এবং যদি ট্রাম্প‌ নির্বাচনে জয়লাভ করেন তবে দুই দেশের বন্ধুত্ব ভাবাপন্ন অবস্থার আরও উন্নতিসাধন হবে।” তিনি আরও বলেন, “ট্রাম্প মোদি বিশ্ব রাজনীতির গতিপ্রকৃতি‌ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের ধারা এই দুই প্রেসিডেন্টের হাত ধরে বিপুলভাবে পরিবর্তিত হয়ে যাবে।” শ্রীধর চেতলা ভিডিওটির ভিউয়ার সংখ্যা লক্ষ্য করে জানিয়েছেন ভিডিওটির ভিউয়ারস প্রায় দশ লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছে।

আল মাসুন, যিনি এই ভিডিওটির আইডিয়া সর্বপ্রথম দিয়েছিলেন তাঁর বক্তব্য অনুযায়ী,” ভিডিওটির মাধ্যমে ভারত ও আমেরিকার বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্কের বার্তা তুলে ধরা হয়েছে। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ়তর হয়েছে মোদী ও ট্রাম্পের জন্য‌ই। ট্রাম্প বরাবরই ভারতীয়দের কাছ থেকে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছেন।”