নির্বাচন কমিশনের ডাকে দিল্লীতে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে, কঠোর পদক্ষেপের সম্ভাবনা 

0
610

বঙ্গদেশ ডেস্ক: গত মঙ্গলবার দিন, তৃতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবেকে দিল্লীতে ডেকে পাঠিয়েছে। নির্বাচন কমিশনের সামনে উপস্থিত হওয়ার জন্যে আজই দিল্লীতে রওনা হয়েছেন বিবেক দুবে। আগামী ১০ তারিখে চতুর্থ দফার নির্বাচন। গত তিন দফা নির্বাচনে অসংখ্য অভিযোগ এসেছে নির্বাচন কমিশনের কাছে। এই সকল অভিযোগের অভিযোগের সূত্রেই বিবেক দুবেকে ডেকে পাঠিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই সম্ভাবনা। 

বিবেক দুবেকে ডেকে পাঠানোর পরিপ্রেক্ষিতে আঁচ করা যাচ্ছে যে আগামী ৫ দফা নির্বাচনে আরও কঠোর হতে চলেছে নির্বাচন কমিশন। গত তিন দফা নির্বাচনে প্রার্থীর ওপর হামলা, ভোটারদের ভোট প্রদানে বাধা, জাল ভোট দান, বুথ দখল সহ প্রভৃতি অভিযোগ উঠেছে এবং এমন অভিযোগের সংখ্যা কয়েক হাজার। ফলে স্বাভাবিকভাবেই নির্বাচন কমিশন আগামী ৫ দফা নির্বাচন সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে পরিচালনা করার লক্ষ্যে ইতিমধ্যেই তদন্ত করছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। 

দিল্লীতে প্রথমে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে বৈঠক করবে বিবেক দুবে। বিগত তিন দফার নির্বাচনে বিভিন্ন স্থানে যে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা যেন আগামী ৫ দফার নির্বাচনে না হয় তার জন্যে কঠোর সিদ্ধান্ত নিতে চলেছে নির্বাচন কমিশন, এমনটাই সূত্র থেকে জানা গিয়েছে। প্রার্থীদের ওপর আক্রমণ, বুথ দখল, জাল ভোট ইত্যাদি রোধ করার লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে সূত্র।