“বাবাকে দেখতে এসেছি”, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় ভোর থেকে উপস্থিত বৃদ্ধা মা, মুগ্ধ নেটদুনিয়া

0
682

বঙ্গদেশ ডেস্ক: গতকাল কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় সকাল থেকেই উৎসুক জনতা ও সমর্থকদের ভীড় জমা হতে থাকে। সকালের দিকে জনসভার শ্রোতাদের আসনে এক বৃদ্ধা মা-কে দেখতে পাওয়া যায়। কথাবার্তায় জানা গেলো যে তিনি “বাবা” অর্থাৎ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে দেখতে এসেছেন! আরও জানা যায় যে তিনি সোমবার দিনেই চলে এসেছিলেন এই সভায় উপস্থিত হওয়ার জন্যে। মমঙ্গলবার ভোরেই তিনি আগে আগে এসে উপস্থিত শ্রোতার আসনে। চারপাশে দেখা যায় যে তখনও সভাস্থলে তেমন কেউই আসেনি। কিন্তু এই বৃদ্ধা মা তাঁর বাবা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখবেন বলে আগে থেকেই উপস্থিত।

বৃদ্ধা মা তাঁর বাবাকে দেখতে এসেছেন বলার পর তিনি জানান, তিনি আগের দিনই চলে এসেছেন সভায় আসবেন বলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে তিনি কি বলতে চান, জানতে চাওয়া হলে বৃদ্ধা মা শুধু এটুকুই বলেন যে, “বাবাকে আমি বলবো যে তুই যেন সারাজীবন ভোট পাস, তুই যেন শান্তিতে থাকিস। যতো ভক্তরা তোর পাশে তাদেরও শান্তিতে রাখিস। তোর জয় হোক।”


বিজেপি তাদের অফিশিয়াল ট্যুইটে ভিডিওটি শেয়ার করে লিখেছে, “এটাই মোদী ম্যাজিক ১০৭ বছরের বৃদ্ধ মা মোদীজিকে আশীর্বাদ করবার জন্য কোচবিহারে বিশাল জনসভায় পৌঁছে গেছেন। এই মা কে আমাদের প্রণাম।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি দেশের প্রবীণ নাগরিকদের এই অকৃত্রিম ভালবাসার কারণ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদা প্রবীণদের প্রতি তাঁর সম্মান ও ভক্তির জন্য সুপরিচিত। এমনকি কোচবিহারের সভাতেও এক বৃদ্ধা মা জনশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়লে নরেন্দ্র মোদী তাঁর সভা থামিয়ে ততৎক্ষণাৎ নিজের মেডিকেল টিমকে নির্দেশ দেন অসুস্থ হয়ে পড়া সেই বৃদ্ধা মায়ের চিকিৎসা করার জন্য।


আর এজন্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি দেশের প্রবীণ নাগরিকদের এই ভালবাসার নিদর্শন প্রায়শই দেখা যায় দেশের কোন না কোন প্রান্তে নরেন্দ্র মোদীর জনসভাতে।