পদ্ম পুকুর স্বচ্ছ চিকুর

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়

নারী শিশু হচ্চে পাচার
বাংলা খুঁজছে রাস্তা বাঁচার।
খুন ধর্ষণ হয় না রোধ
ফুঁসছে বাংলা জমছে ক্রোধ।
অপরাধী মুক্ত থাকে,
ধরছে বিচার চায় যে তাকে!
ধোঁকা দিয়ে জনতাকে
দুধেল গোরু বলছ কাকে?
ভোট তো তারাও দিয়েছিল,
যাদের রক্তে হোলি খেলো!

কৃষক স্বার্থ হত্যা করে
ক্ষমতা রাখা যায় কি ধরে?
রক্ষা করতে কৃষিকাজ
তৃণমূল ব্যর্থ আজ।
কৃষক স্বাধীনতা পেলে
কীসের জন্য বেগুন তেলে?
স্বনির্ভরতা বন্ধ করে
ভিক্ষার দিয়ে রাখবে ধরে?
এ কি মা মাটির কাজ?
মানুষ ভুলছে কৃষিকাজ!

চাকরি বাকরি বন্ধ করে
রাখবে তোমার গোলাম করে?
চাই আমাদের জীবিকা জীবন,
চাই না তোমার ঘুষ বিতরণ।
তরুণ রক্ত ফুঁসছে আজ–
কাটমানি আর তোলার রাজ!
এবার বঙ্গে ফুটে পদ্ম,
মলিন জল হবে শুদ্ধ।
ধর্ম যেন কর্ম হয়,
ভোটবাক্সের বর্ম নয়।