চিড়ে ভিজল না ভর্তুকিতে! ভাড়া না বাড়ানোয় আজ থেকে বন্ধ বেসরকারি বাস

0
407

বঙ্গদেশ ডেস্ক: আনলক-১ শুরু হওয়ার পর থেকেই খুলেছে সরকারি, বেসরকারি অফিস। কোভিড পরবর্তী সময়ের নিরিখে সাধারণ জীবনযাত্রা শুরু হয়েছে। কিন্তু আনলক ওয়ানের শুরু থেকেই রাস্তায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পুরোনো ভাড়ায় বেসরকারি বাস নামাতে চাননি বাসমালিকরা। এই নিয়ে সরকারের সাথে তাদের বিবাদও কম হয়নি৷

বাসমালিকদের মতে ডিজেলের লাগামছাড়া মুল্যবৃদ্ধি, সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বাস চালানো হলে পূর্বের ভাড়া কোনোভাবেই রাখা যাবে না। এতে প্রতিদিন বাসপিছু ৩ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে। বাসমালিকদের এই সমস্যা মেনে নিয়েই পয়লা জুলাই থেকে বেসরকারি বাস,মিনিবাস পিছু ১৫ হাজার টাকার ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

কিন্তু মুখ্যমন্ত্রীর ভর্তুকির আশ্বাসনেও চিড়ে ভেজেনি। বাসমালিকদের সংগঠনের সাফ বক্তব্য, ভর্তুকি পেলেও মোট ক্ষতির আর্ধেক পূরণ হবেনা। তাই ভাড়া বৃদ্ধিই একমাত্র পথ৷ নচেৎ সোমবার থেকে নামবেনা বাস৷

তবে মিনিবাস সমন্বয় সমিতি জানিয়েছে কোনো বাসমালিক চাইলে বাস বের করতেই পারে। অতএব এই সমাধান সমাধানসূত্র ভর্তুকির ঘোষণার পরেও খুঁজে পাওয়া গেল না৷ কর্মক্ষেত্রে পৌঁছোতে সাধারণ মানুষের সমস্যা দুর করতে এই সরকারকে এখনো অবধি বিফল বলাই চলে।