ভারতের প্রথম শ্রীরামের নামে আন্তর্জাতিক বিমানবন্দর যোগীরাজ‍্যে অযোধ্যায়

0
1029

বঙ্গদেশ ডেস্ক:- প্রস্তাবনা আগেই ঘোষিত হয়েছিল৷ এবার সেই ঐতিহাসিক সিদ্ধান্তে সিলমোহর দিয়ে দিল যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা৷

ঐতিহাসিক ঘোষণাটি হল, অযোধ্যা বিমানবন্দরের নাম বদলে যেতে চলেছে। এই ঘোষণা অবশ্য আগেই করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ মর্যাদা পুরষোত্তম শ্রীরামের নাম অনুসারে নামকরণ করা হচ্ছে বিমানবন্দরের। মঙ্গলবার সেই সিদ্ধান্তে সর্বসম্মতিক্রমে সায় জানিয়েছেন যোগী মন্ত্রিসভা৷ আর তারপরই রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তন করা হবে। নতুন নাম হবে ‘মর্যাদা পুরষোত্তম শ্রীরাম বিমানবন্দর’৷

প্রথমে,রাজ্য বিধানসভায় পাঠানো হবে প্রস্তাবনাটি৷ বিধানসভায় প্রস্তাবটি পাশ হ‌ওয়ার পর তা পাঠানো হবে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রকে৷ রাজ্য সরকার সূত্রে খবরয় পাওয়া গিয়েছে, অযোধ্যা বিমানবন্দর হবে পুরোপুরি আন্তর্জাতিক মানের। আন্তর্জাতিক ধারে গড়ে তোলার জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে হয়েছে ২০২১ সাল অবধি।

রাজ্যের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাম মন্দির তৈরি সম্পূর্ণ হয়ে গেলে দেশ ও বিদেশের বহু পর্যটকের অযোধ্যায় আগমন ঘটবে। তাই বিমানবন্দরও করা হবে আন্তর্জাতিক মানের৷ এর আগে ২০১৮ সালের দিওয়ালিতে অযোধ্যা বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রস্তাবনা ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ৷