IPL-এ ডাক পাননি, আত্মহত্যা করলেন মুম্বইয়ের ডেল স্টেইন

0
415

বঙ্গদেশ ডেস্ক: দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা বোলার ডেল স্টেইনের মতোই তাঁর বোলিং অ্যাকশন। নিজের বিদ্যুৎগতির বোলিংয়ে প্রভাব ফেলেছিলেন মুম্বইয়ের ক্লাবস্তরের ক্রিকেটেও। সেই তরুণ পেসারই শেষে আত্মহত্যা করলেন। সোমবার মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব এবং ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবের হয়ে ক্রিকেট খেলতেন করন তিওয়ারি। মুম্বই রঞ্জি দলের নেটেও নিয়মিত বোলিং করতেন তিনি। এমনকী গতবছর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের নেটেও তাকে বল করতে দেখা গিয়েছিল। এমন প্রতিভাবান পেসার আশা করেছিলেন যে এইবছর আইপিএলে ডাক পাবেন তিনি। কোনও দলের হয়ে না খেললেও নিদেনপক্ষে নেট বোলার হিসেবে নিশ্চই কোনও দল তাকে সই করাবে৷ কিন্তু শেষমেশ কোনও দল তাকে নিতে রাজি না হওয়ায় চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। আর তারপরেই সবটা শেষ করে দিলেন নিজের হাতে৷

মৃত্যুর আগে জয়পুরে নিজের বন্ধুর কাছে হতাশা ব্যক্ত করেছিলেন তিনি। বলেছিলেন যে,আইপিএলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করতে চলেছেন। তখনই করণের পরিবারে খবর দিয়েছিলেন সেই বন্ধু। কিন্তু পরিবারের মানুষজন সেখানে পৌঁছোনোর আগেই সব শেষ হয়ে যায়, আত্মহত্যা করেন তিনি। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুম্বই তথা দেশের ক্রিকেটমহলে। ওঁর মৃত্যর তদন্তপ্রক্রিয়া শুরু করেছে মুম্বই পুলিশ।