বেঙ্গালুরুর মন্দিরে মানব শৃঙ্খল সাজানো, প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়াতে

0
1105

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে একটি ভিডিও ভাইরসল হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে বেঙ্গালুরুতে জাতি হিংসার লড়াইয়ের সময় একটি হিন্দু মন্দিরকে মানব শৃঙ্খল করে আগলে রেখেছেন কিছু মানুষ৷

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে দাবী করা হয়েছে এই মানব শৃঙ্খলটি করেছেন মুসলিমরা৷ সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই ঘটনার প্রশংসা করেছেন কিন্তু তেমন পুরো বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে সন্দেহের প্রশ্নচিহ্ন তু্লছেন অনেকে৷

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিওটির একদম শেষ অংশে শোনা যাচ্ছে, মানব শৃঙ্খলাকারীদের মধ্যে একজন বলছেন ‘জলদি আপলোড কর’, এই বক্তব্যটি যিনি ভিডিও বানাচ্ছেন তাঁকে উদ্দেশ্য করে৷ এই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে অনেকেই বলেছেন বেঙ্গালুরুতে সাম্প্রদায়িক হিংসার সূত্রপাত এক কংগ্রেস নেতর আত্মীয়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে।

যেখানে মুসলিম ধর্মের নবী মহম্মদকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছিল হবে অভিযোগ৷ সূত্রের খবর এই পোস্টের পরই পুলিশ স্টেশন জ্বালানো থেকে নানা হিংসাত্মক কাজকর্ম শুরু করেন কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ৷

সোশ্যাল মিডিয়ায় বড় অনেকে অভিযোগ তুলছেন আর মুসলিম সম্প্রদায়ের একাংশের হিংসাত্মক কার্যকলাকপে ঢাকতেই সুপরিকল্পিতভাবে প্রচার করা হচ্ছে ‘হিংসার মাঝেও মন্দিরের সামনে মানব শৃঙখল গঠন করছেন মুসলিমরা’।

‘যদি আক্রমণকারী উন্মত্ত জনতা মুসলিম ধর্মাবলম্বী হয়, তবে তাদের আলাদাভাবে মন্দির রক্ষা করার প্রয়োজনই বা কী রয়েছে? মন্দিরটিকে কাদের হাত থেকে বাঁচাতে চাইছেন তাঁরা? তবে কি সবটাই লোকদেখানো?’ এরকমই প্রশ্ন তুলছেন একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।