যোগী রাজ্যে তরুণীর নৃশংস হত্যা, লাভ জিহাদের বলি!

0
465

বঙ্গদেশ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই উত্তরপ্রদেশ সংবাদমাধ্যমের শিরোনামে বারবার উঠে এসেছে। বিষয় লাভ জিহাদ। সরকার, প্রশাসন একজোটে লাভ জিহাদ রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বলে সূত্রের খবর। কিন্তু এবার লাভজিহাদের বলি ২৩ বছরের এক মহিলা।

পুলিশ মারফত জানা যায়, বিয়ের পর ধর্ম পরিবর্তন করতে অস্বীকার করায় উত্তরপ্রদেশের সোনভদ্রতে নৃশংসভাবে খুন করা হয়েছে ২৩ বছরের এক মহিলাকে। অভিযোগ, মহিলার স্বামী ও বন্ধু চক্রান্ত করে মহিলাটিকে ক্রোধের বশে খুন করেছে। বৃহস্পতিবার পুলিশের তরফে জানানো হয়, এই ঘটনায় জড়িত ওই মহিলার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

সোনভদ্রের পুলিশ সুপার আশিস শ্রীবাস্তব জানান, প্রীত নগরের ছোপান পুলিশ স্টেশনের কাছাকাছি একটি জঙ্গল এলাকাতে সোমবার ওই মহিলার মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে অবিলম্বে ফোর্স সেখানে পৌঁছে যায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ওই মহিলার ছবি পোস্ট করে খোঁজখবর নেওয়ার চেষ্টা করে পুলিশ।

দৈনিক ভাস্করে প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, ওই মহিলার নাম প্রিয়া সোনি। প্রায় দেড় মাস আগে সে পরিবারের বিরুদ্ধে গিয়ে ইজাজ নামে এক মুসলিম যুবককে বিয়ে করে।

বৃহস্পতিবার প্রীত নগরের বাসিন্দা লক্ষীনারায়ন মৃত মহিলাটিকে নিজের মেয়ে বলে দাবি করেন এবং মহিলার জুতো এবং জামাকাপড় দেখে শনাক্ত করেন। পুলিশকে দেওয়া তাঁর বয়ান থেকে জানা যায়, তার মেয়ে প্রিয়া দেড় মাস আগে পরিবারের বিরুদ্ধে গিয়ে ইজাজ আহমেদ নামে এক মুসলিম যুবককে বিয়ে করে। বিয়ের পর ওরা ওবরা এলাকায় একটি বাড়িতে থাকতো। ইজাজের পরিবার ও ইজাজ তাকে ধর্ম পরিবর্তন করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছিল।

প্রিয়ার বাবা আরও বলেন, তার মেয়ে এই সিদ্ধান্তে নিমরাজি ছিল এবং সেজন্য তার স্বামী তার ওপর ভীষন রেগে যায় এবং শারীরিক অত্যাচার শুরু করে। এখানেই শেষ নয় লক্ষীনারায়ন বাবুর দাবি, ইজাজ এবং তার বন্ধু সোহেব পরিকল্পনা করে তার মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে নৃশংসভাবে গলা কেটে খুন করে হত্যা করেছে। ইতিমধ্যেই এজাজকে গ্রেফতার করেছে পুলিশ। এজাজের কাছ থেকে মোবাইল ফোন, একটি ছুরি, লোহার রড এবং একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, সোনভদ্রের ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সরকার ও প্রশাসন। আঁটোসাঁটো করেছে তদন্ত ব্যবস্থা। এমনকি সূত্র মারফত জানা গেছে, সেই জন্য রাজ্যবাসীর জন্য ধর্ম পরিবর্তন নিয়ে নির্দিষ্ট আইন আনতে পারে যোগী সরকার।