করোনাকে হারানোর অ্যান্টিবডি তৈরি হয়েছে ১৮ কোটি ভারতীয়র শরীরে

0
560

বঙ্গদেশ ডেস্ক: সম্প্রতি একটি বেসরকারি ল্যাব বিগত ২০ দিন ধরে সারাদেশে তাদের করা প্রত্যেকটি অ্যান্টিবডি টেস্টের তথ্য জনগণের সামনে এনেছে। রিপোর্টটি জানাচ্ছে যে দেশের প্রায় ১৮ কোটি মানুষের দেহে ইতিমধ্যেই কোভিডকে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে৷

সেই রিপোর্ট অনুযায়ী, এমন বহু মানুষ রয়েছেন যারা হয়ত নিজে থেকেই সুস্থ হয়ে উঠেছেন করোনা আক্রান্ত হওয়ার পরেও। থাইরোকেয়ার নামক একটি বেসরকারি পরীক্ষাগারের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর আরোকিয়াস্বামী ভেলুমানি প্রকাশিত সেই তথ্য অনুযায়ী, প্রায় ১৫ শতাংশ মানুষের দেহে ইতিমিধ্যেই রয়েছে কোভিডের অ্যান্টিবডি৷

তিনি টুইটে আরো জানিয়েছেন যে, এর মধ্যে ৯০% মানুষ কোভিড আক্রান্ত হননি। ৯ শতাংশ মানুষ আক্রান্ত হয়েছেন। বাকী ১ শতাংশের ০.৯ শতাংশ মানুষ সুস্থও হয়ে গেছেন। বাকী ০.১ শতাংশ মানুষের মধ্যে ০.০৯ শতাংশ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, তাই তারা বেশ অসুস্থ এবং ০.০১ শতাংশ মানুষের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে, তারা মৃত্যুপথযাত্রী।