সুপ্রিম কোর্টে সুশান্তর মৃত্যুর তদন্ত রিপোর্ট জমা দিল মহারাষ্ট্র পুলিশ

0
476

বঙ্গদেশ ডেস্ক: মুখবন্ধ খামে সুশান্ত সিং রাজপুত মৃত্যুরহস্যের তদন্ত রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিল মহারাষ্ট্র সরকার৷ এর আগে গত বুধবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়েছিল৷ সেদিনই আদালতের তরফে মহারাষ্ট্র পুলিশের কাছে এই ঘটনার তদন্ত রিপোর্ট চাওয়া হয়েছিল৷

এর জন্য তিনদিনের সময়সীমা দেওয়া হয়েছিল৷ সেই মতো শনিবার সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকারের তরফে এই মামলার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হল৷ মহারাষ্ট্র সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে এছাড়া আলাদা একটি হলফনামাও শীর্ষ আদালতে দাখিল করা হবে৷

তা শনিবার বা সোমবার দাখিল করা হতে পারে বলে খবর৷ এদিকে সুপ্রিম কোর্টে সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর তরফে একটি আবেদন করা হয়৷ তাতে পটনা থেকে তদন্তের ভার মুম্বইয়ে স্থানান্তরিত করে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷ তার প্রেক্ষিতে একটি পাল্টা হলফনামা আদালতের কাছে জমা পড়েছে সুশান্তর বাবা কেকে সিংয়ের তরফ থেকে৷

তাঁর অভিযোগ, রিয়া ইতিমধ্যেই সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন৷ পাশাপাশি মুম্বই পুলিশের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন তোলা হয়েছে৷ সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি একটি মেল পাঠিয়েছিলেন মুম্বই পুলিশকে৷ তা মূল অভিযুক্ত রিয়াকে কেন দেখানো হল, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷

চলতি বছরের ১৪ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত৷ তাঁর মৃত্যুতে প্রথমে বলিউডের স্বজনপোষণকে দায়ী করা হয়৷ পরে সামনে আসতে থাকে আরও চাঞ্চল্যকর তথ্য৷ ইতিমধ্যে বিহার পুলিশের কাছে সুশান্তর বাবা রিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন৷

বিহার সরকারের তরফে কেন্দ্রের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করা হয়৷ সেই সুপারিশ মেনে নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ ইডিও আলাদা ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে৷