ভারতে করোনায় মৃত্যুর হার অনেক কম

0
360

বঙ্গদেশ ডেস্ক: করোনা নিয়ে আশার কথা শোনাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ গোটা বিশ্বের চেয়ে ভারতের করোনা পরিস্থিতি যে ভালো, তা তুলে ধরতে একটি পরিসংখ্যান সামনে আনা হয়েছে ওই মন্ত্রকের তরফে৷ জানানো হয়েছে যে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর হার অনেকটাই কম৷

এখানে করোনায় মৃত্যুর হার মাত্র ১.৯৩ শতাংশ৷ যেদিন স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই পরিসংখ্যান দেওয়া হল, সেদিনই ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ৫০ হাজারে৷ সেই সংখ্যাকেই মাপকাঠি হিসেবে ব্যবহার করে এই পরিসংখ্যান সামনে এনেছে স্বাস্থ্যমন্ত্রক৷

মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ২৩ দিনে ৫০ হাজার মানুষের মৃত্যু হয় করোনার জেরে৷ ব্রাজিলে এই সংখ্যক মৃত্যু হয়েছে ৯৫ দিনে৷ মেক্সিকোতে ১৪১ দিনে মৃত্যুর সংখ্যা ৫০ হাজারে পৌঁছেছে৷ সেখানে ভারতে ৫০ হাজার মানুষ করোনায় মারা গিয়েছেন ১৫৬ দিনে৷

স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ভারতে করোনার চিকিৎসা ঠিক মতো হচ্ছে৷ এবং আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন৷ সেই বিষয়টি এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট৷ শুধু চিকিৎসা নয়, করোনা সংক্রান্ত অন্যান্য স্বাস্থ্যবিধি যাতে নাগরিকরা ঠিক মতো মেনে চলতে পারেন, সেদিকেও যথাযথ নজর দেওয়ার কাজ চলছে৷

সেই কারণেই ভারতে করোনা পরিস্থিতি ভালো বলে স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য৷ জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের তরফে দেওয়া একটি পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে করোনায় মৃত্যুহার সবচেয়ে বেশি ইতালিতে৷ সেখানে ১৪ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷

মার্কিন যুক্তরাষ্ট্রে এই হার ৩.২ শতাংশ৷ পাশাপাশি সামগ্রিক ভাবে গোটা বিশ্বে করোনায় মৃত্যুর হার অনেকটাই কমেছে৷ জুনের মাঝামাঝি সারা বিশ্বে করোনায় মৃত্যুর হার ছিল ৩.৩৩ শতাংশ৷ সেটা অগস্টের মাঝামাঝি এসে তা ২ শতাংশের নিচে নেমেছে৷