করোনা পরিস্থিতিতে বাদল অধিবেশনের জন্য বিশেষ ব্যবস্থা কেন্দ্রের

0
389

বঙ্গদেশ ডেস্ক: করোনা প্যানডেমিকের মধ্যেই গত জুন মাস থেকে ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে দেশ৷ এবার স্বাভাবিকের প্রক্রিয়া শুরু হল আইনসভাতেও৷ অগস্টের শেষেই সংসদে বাদল অধিবেশন শুরু হতে পারে বলে খবর৷

তাই তার আগে সংসদ ভবনকে ভাইরাসের হাত থেকে মুক্ত করে, তা সুরক্ষিত করাই আপাতত কেন্দ্রীয় সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে যে সংসদ ভবন পুরোটাই শীতাতপ নিয়ন্ত্রিত৷

তাই সেখানে জীবাণু ও ভাইরাস মারতে আল্ট্রাভায়োলেট রেডিয়েশন সিস্টেম রাখার প্রস্তাব পেশ করা হয়েছে৷ সমস্ত প্রস্তুতি নিয়ে তবেই অধিবেশন শুরু করতে চায় কেন্দ্রীয় সরকার৷ নিয়ম অনুযায়ী, সংসদের দু’টি অধিবেশনের মাঝে ছয় মাসের বেশি ব্যবধান রাখা যায় না৷

এবার সংসদে বাজেট অধিবেশন শেষ হয়েছিল গত ২৩ মার্চ৷ সেই হিসেবে ২৩ অগস্ট ছয় মাস পূর্ণ হচ্ছে৷ ফলে কেন্দ্রকে সত্ত্বর অধিবেশন চালু করতে হবে৷ সরকারি সূত্র থেকে জানা গিয়েছে যে সেকথা মাথায় রেখে কাজ চলছে৷ পাশাপাশি করোনা সংক্রান্ত বিধির কথাও মাথায় রাখা হচ্ছে৷

তাই আপাতত সিদ্ধান্ত হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলের দলনেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীদের আসন নির্দিষ্ট করে রাখা হবে৷ এছাড়া প্রতিটি দলের জন্য নির্দিষ্ট আসন সংখ্যা থাকবে৷ লোকসভা ও রাজ্যসভার সাংসদরা ছড়িয়ে ছিটিয়ে বসবেন৷

এর জন্য দুই কক্ষের সমস্ত চেম্বার ও গ্যালারি ব্যবহার করা হবে৷ চেম্বারে ৮৫ ইঞ্চির চারটি বড় ডিসপ্লে স্ক্রিন থাকবে৷ আর গ্যালারিতে ছয়টি ৪০ ইঞ্চির স্ক্রিন ও অডিয়ো সিস্টেম থাকবে৷ আলোচনা ও বিতর্কে অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে৷