আফগানিস্তানে লুকিয়ে সাড়ে ছয় হাজার পাক জঙ্গি

0
434

বঙ্গদেশ ডেস্ক: ছয় থেকে সাড়ে ছয় হাজার পাকিস্তানি জঙ্গি এখন আফগানিস্তানে রয়েছে৷ সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের তরফে প্রকাশ করা একটি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য৷ যে সমস্ত পাক জঙ্গিরা এখন আফগানিস্তানে ঠাঁই নিয়েছে, তারা সকলেই তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সদস্য৷

এরা যে শুধু আফগানিস্তানের নিরাপত্তার জন্য ভয়ের কারণ, তাই নয়৷ রাষ্ট্রসঙ্ঘের ওই রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যে এরা পাকিস্তানের জন্যও ভয়ানক৷ রাষ্ট্রসঙ্ঘের অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিমের তরফে প্রকাশিত ২৬ তম ওই রিপোর্টে আইসিস, আল কায়দা এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী সম্পর্কে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷

সেখানে বলা হয়েছে যে আল কায়দা এখন ভারতীয় উপমহাদেশে নিজেদের রাজত্ব আফগানিস্তানের কান্দাহার, নিমরুজ ও হেলমন্ড থেকে চালাচ্ছে৷ তারা এখন তালিবানের অধীনে কাজ করছে৷ এই দলের প্রধান ওসামা মহম্মদ৷ দলে অন্তত ১৫০ থেকে ২০০ জন বাংলাদেশি, ভারতীয়, মায়ানমারের এবং পাকিস্তানি নাগরিক রয়েছে৷ তারা পাল্টা প্রত্যাঘাতের পরিকল্পনাও করছে বলে ওই রিপোর্টে উঠে এসেছে৷

প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ মার্কিন সেনা সরে গেলেই সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তালিবানরা৷ ফলে ওই অঞ্চলে পরিস্থিতি আবার উত্তপ্ত হতে পারে৷