শার্জিলের বিরুদ্ধে দেশদ্রোহের চার্জ আনল দিল্লি পুলিশ

0
600

বঙ্গদেশ ডেস্ক: দেশদ্রোহী শার্জিল ইমাম৷ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে এমনই চার্জ আনল দিল্লি পুলিশ৷ শনিবার আদালতে পুলিশের তরফে এমনই চার্জ আনা হয়েছে৷ তার বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও সংহতির বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে৷

দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে তৈরি করা হিংসা সংক্রান্ত মামলায় শার্জিলের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে পুলিশ৷ তার বিরুদ্ধে আদালতে জমা দেওয়া আবেদনে ভারতীয় দণ্ডবিধি এবং ইউএপিএ আইনে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে৷ চার্জশিটে পুলিশ দাবি করেছে যে তার দেশবিরোধী বক্তব্যের জেরেই একটি বিশেষ অংশের মানুষ পথ অবরোধে নেমে পড়ে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে৷

তার বিরুদ্ধে অভিযোগ যে সে সংবিধানকে প্রকাশ্যে অবমাননা করেছে৷ প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ চলাকালীন শার্জিল দাবি করে যে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে যোগাযোগের মূল মাধ্যম চিকেনস নেক কেটে দেওয়ার দাবি তুলেছিলেন৷

চলতি বছরের জানুয়ারির ১৬ তারিখ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে একথা সে বলে৷ এর আগে গত বছর ১৩ ডিসেম্বর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়েও তার বিরুদ্ধে দেশদ্রোহী বক্তব্য রাখার অভিযোগ রয়েছে৷ আপাতত শার্জিল গুয়াহাটির জেলে বন্দি৷