চিন ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রকে পুরো সমর্থন অস্ট্রেলিয়ার

0
457

বঙ্গদেশ ডেস্ক: দক্ষিণ চিন সাগরকে নিজেদের অংশ বলে মনে করে চিন৷ দীর্ঘদিন ধরে তারা এই দাবিতে সরব৷ সেখানে সামুদ্রিক আইন ভেঙে তাদের একাধিক কর্মকাণ্ডেও জড়াতে দেখা গিয়েছে৷ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অনেক দেশই চিনের এই দাবিকে মানতে চায় না৷

তাই সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে দক্ষিণ চিন সাগর নিয়ে বেজিংয়ের দাবিকে অবৈধ বলে ঘোষণা করা হয়৷ এবার সেই ঘোষণাকে সরাসরি সমর্থন করল অস্ট্রেলিয়া৷ প্রসঙ্গত, দক্ষিণ চিন সাগর হল ইন্দো-প্যাসিফিক অঞ্চল সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ অংশ৷ ইন্দো-প্যাসিফিক অঞ্চল দিয়ে সমুদ্রপথে সারা বছর সবচেয়ে বেশি পণ্যবাহী জাহাজ যাতায়াত করে৷

ফলে দক্ষিণ চিন সাগরে বেজিং কর্তৃত্ব প্রতিষ্ঠা করলে সেই প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হবে৷ সেই কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি প্রতিষ্ঠায় ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জোট কাজ করে৷ স্বাভাবিক ভাবেই তাই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়া৷

এই মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্ট্রেলিয়ার তরফে চিঠিও লেখা হয়েছে৷ সেই চিঠিতেই চিনের দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং কেন তা উড়িয়ে দেওয়া হয়েছে, তাও ব্যাখ্যা করা হয়েছে৷ উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে বেজিংয়ের কোনও অধিকার নেই এই নিয়ে গত ১৩ জুলাই বিবৃতি দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব মাইক পম্পেও৷