বাম শাসিত কেরলে যুবাদের এক বড় অংশ যোগ দিচ্ছে আইএসে: রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট

0
1401

বঙ্গদেশ ডেস্ক: ভারতের অধিকাংশ রাজ্যের যুবকরা পড়াশোনা শেষ করে রাজ্যস্তরীয় অথবা সর্বভারতীয় চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করে দেন কিংবা বেসরকারি সংস্থায় চাকরি করতে শুরু করেন, ব্যবসায় মন দেন। তবে এমনটা সবক্ষেত্রে হয় না দেশের স্বাক্ষরতার হারে সর্বোচ্চ আসনে অবস্থানকারী কেরলে। সেখানে যুবাদের একটা বড় অংশ যোগ দিচ্ছে ‘আইএস’-এ।

তবে এই অভিযোগ এর আগেও উঠেছিল। যুবক-যুবতীদের আইএসে যোগদান করার প্রবণতা নিয়ে রাজ্যের শিক্ষা নিয়ে অহঙ্কারী কেরালা সরকারের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। তবে এবার কোনও বিরোধী ব্যক্তিত্ব নয়। এই কথাগুলি উল্লেখিত হয়েছে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে। কেরালার পাশাপাশি আরও একটি রাজ্য এই ‘সুনাম’ অর্জন করেছে। রিপোর্টে জানানো হয়েছে যে কেরালার পাশাপাশি কর্ণাটকেও বাড়ছে আইএস জঙ্গিদের গতিবিধি৷

রিপোর্টে জানানো হয়েছে যে ভারতীয় উপমহাদেশে ক্রমশ প্রভাব বিস্তার করছে আইএস, আল-কায়দার মত জঙ্গি সংগঠনগুলি। একাধিক নামে তারা নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে। আলকায়দার ভারতীয় বিভাগ আল-কায়দা-ইন্ডিয়ান-সাবকন্টিনেন্ট আফগানিস্তানের কান্দাহার, নিমরুজ থেকে সংগঠনের পরিচালনার কাজ করছে৷ জানা গেছে যে এই গ্রুপে ১৫০-২০০ জন সদস্য আছে যারা ভারত ও ভারতের প্রতিবেশী দেশ, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার থেকে যোগদান করেছে৷

পিছিয়ে নেই আইএসও। তারাও শাখা সংগঠনের নামে নেটওয়ার্কের পরিধি বাড়াতে শুরু করে দিয়েছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে বলা হয়েছে, আইএস-এর ভারতীয় শাখার সদস্য সংখ্যা ক্রমশ বাড়ছে। এই শাখায় বর্তমানে প্রায় ১৮০-২০০ জন সদস্য রয়েছেন।
সরকারি তথ্য অনুযায়ী গত বছর ৯৮ জন কেরল থেকে পালিয়ে গিয়ে ইরাক ও সিরিয়ায় চলে যায়। যার মধ্যে মৃত্যু হয় ৩৮ জনের, বেঁচে আছে ৬৮ জন। সূত্রের খবর অনুযায়ী তারা এখনো আইএসের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।