রাম মন্দিরের ভূমি পুজোর প্রস্তুতি দেখতে অযোধ্যায় যোগী

0
780

বঙ্গদেশ ডেস্ক: রাম মন্দির নির্মাণের ভূমি পুজো শুরু হবে আগামী ৩ অগস্ট থেকে৷ চলবে ৫ অগস্ট পর্যন্ত৷ শেষদিন সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ এছাড়াও থাকার কথা বিজেপির আরও অনেক হেভিওয়েট নেতা-নেত্রীর৷

হাই প্রোফাইল এই ইভেন্টের প্রস্তুতি কেমন ভাবে চলছে, তা খতিয়ে দেখতে শনিবার অযোধ্যায় হাজির হলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ সেখানে তিনি রামজন্মভূমি মন্দির চত্বরে লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্নের মূর্তি নতুন আসনেও প্রতিষ্ঠা করেন তিনি৷

এদিন দুপুরে তিনি অযোধ্যায় পৌঁছান৷ তার সেখানে পুজোয় সামিল হন৷ এর পর হনুমানগড়ি মন্দিরে গিয়ে প্রার্থনা করেন তিনি৷ পাশাপাশি মন্দির নির্মাণ কার্যশালায় গিয়ে রাম মন্দিরে ব্যবহার করার জন্য রাখা পাথরগুলিও পর্যবেক্ষণ করেন তিনি৷

এর পর তিনি যান করসেবক পুরমে বিশ্বহিন্দু পরিষদের সদর দফতরে৷ সেখানে তিনি রাম মন্দির ট্রাস্টের সদস্যদের সঙ্গে বৈঠকও করেন৷