‘মুসলমানদের করে মন্দির নির্মাণ হারাম’ : জাকির নায়েক

0
1195

বঙ্গদেশ ডেস্ক: নিজেকে ইসলামিক ধর্মগুরু বলে দাবি করেন তিনি। মালয়েশিয়ায় বসে ফেব্রুয়ারিতে দিল্লি দাঙ্গা থেকে শুরু করে ভারতে বহু ধর্মীয় অস্থিরতায় প্রত্যক্ষ ও পরোক্ষ মদত দেওয়া এবং বহুবার সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷ সেই কুখ্যাত ধর্মগুরু জাকির নায়েকের গলায় ফের শোনা গেল হিন্দু বিদ্বেষী সুর।

সম্প্রতি পাকিস্তানের ইসলামাবাদে কৃষ্ণ মন্দির নির্মাণের তোড়জোড় চলছে। এই মন্দির নির্মাণে ইমরান সরকার আর্থিক অনুদানের ঘোষণাও করেছে। পাক সরকারের এই পদক্ষেপ একেবারেই পছন্দ হয়নি জাকির নায়েকের। সম্প্রতি ইউটিউব চ্যানেলে লাইভ হয়ে সে ক্ষোভ উগরে দিয়েছে এর বিরুদ্ধে। সে বলেছে মুসলমানদের করের টাকায় কৃষ্ণমন্দির নির্মাণ পাপ। জানিয়েছে যে একজন মুসলিম কোনোভাবেই অমুসলিমদের উপাসনাস্থল তৈরির জন্য আর্থিক অনুদান দিতে পারেনা। পাক সরকার তাদের মুসলমান জনতার করের টাকা মন্দির নির্মাণের জন্য দান করে ‘হারাম’ করেছে।

তবে এটুকুতেই থেমে থাকেনি সে। নিজের বক্তব্যে স্পষ্ট জানিয়েছে যে ইসলাম প্রধান রাষ্ট্রে অমুসলিম ব্যক্তিরাও তাদের উপাসনাস্থল নির্মাণের কাজে অর্থ সাহায্য করতে পারেনা।