কড়া লকডাউনে সংক্রমণ কমলেও নবান্নের উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা

0
363

বঙ্গদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ আটকাতে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সপ্তাহে দুইদিন সম্পূর্ণ লকডাউন করা হবে। বিজ্ঞানীদের অনেকেই এই সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে মাত্র একদিনের লকডাউনের সুফল মিলল হাতেনাতে। বৃহস্পতিবার কড়া লকডাউনের পর শুক্রবারই কমল সংক্রামিতের সংখ্যা। তবে নবান্নের উদ্বেগ বাড়াচ্ছে মৃতের সংখ্যা। আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা এদিন বেড়েছে।

শুক্রবারের রিপোর্ট অনুযায়ী আগের দিনের তুলনায় কম মানুষ আক্রান্ত হলেন করোনায়। বৃহস্পতিবার সকাল নটা থেকে শুরু করে শুক্রবার সকাল নটা অবধি ২৪ ঘন্টার হিসেব ধরে করোনা আক্রান্তের সংখ্যা গণনা করেছে রাজ্য সরকার। শুক্রবার সকাল ন টা অবধি মোট ২২১৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। তার আগেরদিন যে সংখ্যাটা ছিল ২৪১৬ জন। তাই কাজেই এইভাবে সংক্রামিত ব্যক্তির সংখ্যা কমে যাওয়াকে লকডাউনের সুফল বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

তবে এর আগের দিন গোটারাজ্যে মোট ৩৪ জন করোনার বলি হয়েছিলেন। এদিন সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। এখনো অবধি রাজ্যে মোট ১২৯০ জন কোভিডে প্রাণ হারিয়েছেন রাজ্যে। অর্থাৎ মৃত্যুর সংখ্যা কোনোভাবেই কমানো যাচ্ছেনা।

তবে মৃত্যুর সংখ্যা কমাতে না পারায় রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার যথাযথ পরিকাঠামোর অভাবকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের একাংশের মতে, ২৪ ঘন্টায় কড়া লকডাউনের মাধ্যমে মানুষকে ঘরবন্দী রেখে সংক্রমণ না হয় রুখে দেওয়া যায়, কিন্তু বেহাল স্বাস্থ্যব্যবস্থার উন্নতি হয়না।