গোপনে ইতিহাস ছাড়ানোর ওষুধ খাচ্ছেন কি শতরূপ-সুজনবাবুরা? প্রশ্ন তুললেন দেবজিৎ সরকার

0
1442

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে, বামনেতা সুজন চক্রবর্তী একটি টুইটে লেখেন, ‘বঙ্গভঙ্গ রদ করতে লড়াই করেছিলেন রবীন্দ্রনাথ। আর শ্যামাপ্রসাদ ইংরেজদের সাথে হাত মিলিয়ে বাংলাকে ভাগ করেছিলেন।’ এই বিষয়ে পরবর্তীতে DYFI এর রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষও বলেন ‘ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে স্যালুট না করায় ছাত্রদের বেত মেরেছিলেন শ্যামাপ্রসাদ, এটা ইতিহাস!’

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে বামেদের পক্ষ থেকে এইধরনের উক্তি নিয়ে RSS তথা বিজেপি কর্মী দেবজিৎ সরকারকে জিজ্ঞেস করলে তিনি বলেন ‘এইরকম ইতিহাস আমার অন্তত জানা নেই। কেউ মনগড়া গল্প লিখে দিলেই তা ইতিহাস হয়ে যায় না। ইতিহাস তো পি পি জোশি অনেক লিখেছেন, সেসব প্রমাণ আমাদের কাছে আছে। আমি উকিল মানুষ, প্রমাণ ছাড়া কোনোভাবেই কথা বলতে পারব না। সমসাময়িক কোনো সংবাদপত্র যেমন যুগান্তর, অমৃতবাজার পত্রিকা ইত্যাদিতে যদি সেই খবর প্রকাশিত হয়ে থাকে তবে তা সামনে আনুক। কিংবা শ্যামাপ্রসাদের কোনো অরাজনৈতিক ছাত্র যিনি বেত মারতে দেখেছেন অথবা বেতের আঘাত সহ্য করেছেন তার উক্তি সামনে আসুক। তাহলে না হয় মেনে নেব যে শ্যামাপ্রসাদ সত্যিই বেত মেরেছিলেন।’

কিছুটা থেমে দেবজিৎ শ্লেষের সুরে বলেন, ‘আসলে সমস্যা হচ্ছে সুজনবাবু কিংবা শতরূপ-রা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ এখন৷ মমতা বন্দ্যোপাধ্যায় তো একটা সময়ে রবীন্দ্রনাথ, সিধু কানু,ডহর বাবুকে একসাথে হাঁটিয়েছিলেন! সেই ছোঁয়া ওঁদের গায়েও লেগেছে। ফিশফ্রাই আর কফি খেতে মাঝেমাঝেই তো নবান্নে যেতে হয় ওঁদের এখন৷ হয়ত ওখানেই গোপনে মদ ছাড়ানোর মত, গোপনে ইতিহাস ছাড়ানোর কোনো ওষুধ মিশিয়ে দেওয়া হচ্ছে ওই কফিতে।’