মোর দেবতা

0
505

শুধু মোর দেবতারে দেখিবারে চাই,
তাহারই মন্দিরে প্রার্থনা করি তাই।
দয়া কর, দয়া কর মোরে,
আঁখি দুটি কহে নিরন্তরে।
প্রার্থনা করি কলুষিত করপুটে
যোগ্য কর মোরে তমসা নাশিতে।
তবু হৃদয়ের আঁধার যদি কিছু থাকে,
তব মন্দিরে আসি যেন টুটে।

অচল তনু আমি, তিনি প্রাণ।
তৃষ্ণা কাতর, করিব সেই সুধা পান।
এ হতভাগ্য জীবনে তিনি দয়াশীল,
শরণ লয়েছি নমিত নয়নে,
হিন্দুত্বের জন্য হিন্দু ঈশ্বরের নিকটে।
আমি পূজারী, তিনি পূজা আমার।
আহ্বান করি সব হিন্দু ভাইবোনে,
অন্তরায় নাহি আর, চল উপাসনে।

কবির কথা – বিনায়ক দামোদর সাভারকর রচিত Allow me to see my God অবলম্বনে