আফগান সেনার হাতে খতম পঞ্চাশ জন তালিবান জেহাদি

0
533

বঙ্গদেশ ডেস্ক – তৈল সম্পদে পরিপূর্ণ আফগানিস্তান, একের পর এক সন্ত্রাসী হামলায় বারবার দীর্ণ হয়েছে। বহু বছরের লড়াইয়ের পরেও শেষ হয়নি তালিবান জঙ্গীরা। আমেরিকার সেনা প্রত্যাহারের সংবাদে আরও বল পেয়েছে তারা, নতুন উদ্যমে ঘটিয়েছে প্রাণহানি, বিস্ফোরণ, সংগঠিত করেছে হামলা। উয়ওন নিউজে উল্লিখিত রিপোর্ট অনুযায়ী, এবারে দক্ষিণ হেলমান্দের লস্করগাহ শহরে একটি অভিযানে আফগান বাহিনী এবং তালিবান সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ লড়াইয়ে পঞ্চাশজন তালিবান যোদ্ধা নিহত হয়েছেন বলে কর্মকর্তারা রবিবার জানিয়েছেন।

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক (বা MOD – Ministry of Defence) এক বিবৃতিতে বলেছে, সুরক্ষা বাহিনী, লস্করগাহ গাড়মসির ও নওয়া জেলায় অভিযান চালিয়ে তালিবানদের আস্তানাগুলিকে টার্গেট করেছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, একশ’ সন্ত্রাসবাদী একটি দলের নেতৃত্বদানকারী কমান্ডারসহ পঞ্চাশ জন তালিবানকে হত্যা করা হয়েছে। চব্বিশ ঘন্টার এই অভিযানের সময় আরও আটজন আহত হয়েছে।

আফগান সেনাবাহিনীর ২১৫ তম মিলিটারি কর্পস মিডিয়া অফিসের ইনচার্জ নবাব শাহ যাদরান পাহাখ আফগান নিউজকে জানান, শুক্রবার রাতে সুরক্ষা বাহিনী রাজধানীর লস্করগাহের নওয়া, গড়মসির, নাদ আলী জেলা ও বুশরান এলাকায় তালিবানদের উপর স্থল ও বিমান হামলা শুরু করে।

এই কর্মকর্তা আরও বলেছেন, তালিবান সন্ত্রাসবাদীরা সুরক্ষা বাহিনীর উপর হামলার পরিকল্পনা করার জন্য এই অঞ্চলগুলিতে একত্রিত হয়েছিল।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযানে নিহত ১০০ জন সন্ত্রাসবাদীর কমান্ডার মৌলভী আবদুল সালামও আহত ৫০ জনের একজন ছিলেন এবং আহতদের মধ্যে তিনজন ল্যান্ডমাইন-রোপনকারীও (Landmine Planter) ছিলেন।

তালিবানদের তরফে এখনও এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।