আগুন লাগার পরেও – ৭

0
465

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – []

সাত

পাগলা খালপাড়ে বসেছিল। বসে বসে খালের জল দেখছিল। খালে জল ছাড়া হয়েছে। জল দেখলে পাগলার একটা কিছু যেন মনে পড়তে চায়, কিন্তু মনে পড়ি পড়ি করেও মনে পড়ে না। কেন যেন মনে হয়, এই খালপাড়টা সে আগেও দেখেছে। কিন্তু কোথায় দেখেছে— কিছুতেই মনে করতে পারে না।এখানে আরও অনেক কিছুই চেনা চেনা লাগে,কিন্তু ঠিক করে মনে পড়তে চায় না সব কথা কিছুতেই। আরও কাদের যেন কথা একটু একটু মনে পড়ে। মনে হয় যেন আরও কারা সব ছিল। কিন্তু তারা কারা— কিছুতেই মনে পড়ে না। কিছু কিছু মুখ একটু একটু মনে আসতে চায়, কিন্তু আবার হারিয়ে যায়। পাগলার একটা কী নামও যেন ছিল, সেটাও মনে আসতে আসতে হারিয়ে যায়। দুটো চোখের ছবি যেন একটু একটু ফুটে উঠেও আবার হারিয়ে যায় চোখের সামনে থেকে। মাঝে মাঝেই চোখের সামনে অনেকগুলো রং খেলে যায়। লাল, নীল, সবুজ, হলুদ। তখন খুব জোর করে মনে করার চেষ্টা করলে মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। মনে হয় যেন মাথার ভেতরের শিরাগুলো ছিঁড়ে সব রক্ত বাইরে চলে আসবে এক্ষুণি।কিন্তু তাও সে চেষ্টা করে খুব করে মনে করার। মাথার যন্ত্রণা আরও বেড়ে যায় তাতে। তখন পাগলা আর দাঁড়িয়ে থাকতে পারে না। তখন চোখ বন্ধ করে শুয়ে, মুখ হাঁ করে বড় বড় নিশ্বাস নিতে থাকে সে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo