আগুন লাগার পরেও – ৯

0
500

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – []

নয়

বৌদি ভাত আর সব্জির পাত্রগুলো এক এক করে এনে রাখল। মা ভাতের হাঁড়িটা কাছে টেনে নিয়ে এক এক করে বাবার, দাদার আর সুবলের পাতে ভাত বেড়ে দিল। সুবল ভাতের থালাটা সামনে টেনে নিল। এমনিতে অন্যদিন দুপুরবেলায় বাড়িতে মা আর বাবা ছাড়া আর কেউ খাওয়ার থাকে না। সুবল সকাল সকাল গরম ফ্যানা-ভাত আলুভাতে-ঘি দিয়ে মেখে খেয়ে কলেজ বেরিয়ে যায়। দাদা বৌদি তো সোমবার সকালেই শহরে ফিরে যায়। তাই অন্যদিন দুপুরে বাড়িতে খাওয়ার লোক বলতে মা আর বাবা। সেদিন ওই কলমি শাক আর একটা তরকারী দিয়েই মা আর বাবার খাওয়া হয়ে যায়। কিন্তু রবিবার একটু আয়েশ করে খাওয়া হয়। অবশ্য সুবলদের আয়েশ মানে এমন কিছু পোলাও-কালিয়া খাওয়া নয়। তাদের সে সামর্থ্যও নেই। বাবা ছিল স্কুলের মাস্টারমশাই। এখন রিটায়ার করে গেছে। বেঁচে থাকা দুই বিঘা জমিই ভরসা। তাই নিয়েও অবশ্য অশান্তি লেগেই আছে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo