আগুন লাগার পরেও – ৩২

0
571

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১]

বত্রিশ

খুশি উঠে বসার চেষ্টা করল। তলপেটের কাছটায় প্রচণ্ড ব্যথা। পা দুটো নাড়াতে পারছে না। তাও কোনরকমে হাতে ভর দিয়ে উঠে বসল। গলাটা শুকিয়ে কাঠ হয়ে আছে। ঘরের কোণায় জলের কলসীটা রাখা আছে। খাট থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু পারল না। বিছানার উপরেই পড়ে গেল। জিভ দিয়ে একটু থুতু চাটার চেষ্টা করল। ঠোঁট দুটো শুকনো খটখটে হয়ে রয়েছে। সাড়া গায়ে অসহ্য ব্যথা। আধাঝুলন্ত অবস্থাতেই বিছানার উপরে শুয়ে পড়ল। চোখের পাতা দুটো খুব ভারী হয়ে আছে। কীসের যে ইঞ্জেকশান দেয় এরা, কে জানে! সারাক্ষণ অজ্ঞানের মতো হয়েই থাকে। চোখের সামনে নানা রকম ছবি ভাসতে থাকে, কিন্তু সবগুলোই যেন অস্পষ্ট, আবছা, অর্ধেক। সিনেমা চলতে চলতে আলো নিভে গেলে গেল যেমন হয়ে যায়— তেমন।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo