হিন্দু গণহত্যার স্মরণে

৭১-এর গণহত্যারও অনেক আগে, আজ থেকে ঠিক ৭১ বছর আগের এপ্রিলে বাঙালি হিন্দুকে কিভাবে এপ্রিল ফুল করা হয়েছিল সেই গল্পই তুলে ধরা হয়েছে বঙ্গদেশের তথ্যচিত্র ‘A Tale of Two Letters’-এ। ১৯৫০-এর ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে পূর্ব পাকিস্তানে সংঘটিত হয় নারকীয় বাঙালি হিন্দু গণহত্যা। আর ৮ই এপ্রিল স্বাক্ষরিত হয় নেহেরু-লিয়াকত চুক্তি যার অসাড়তার ফলে বাঙালি হিন্দু উদ্বাস্তুরা আর পূর্ব পাকিস্তানে ফেরত যেতে পারেননি। বাঙালি হিন্দু গণহত্যা ও এই চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছিলেন পাকিস্তানের আইনমন্ত্রী যোগেন্দ্রনাথ মণ্ডল ও ভারতের শিল্পমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি।

তথ্যচিত্রটি প্রিমিয়ার হবে আজ রাত আটটায়।