CAA-NRC সমর্থন করায় আলিগড়ে পিতলের হিজাব পরে কলেজে আসার হুমকি দেওয়া হল হিন্দু ছাত্রীকে

0
778

বঙ্গদেশ ডেস্ক:  দোষ বলতে কেন্দ্র সরকারের CAA-NRC বিল সমর্থন করেছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি। তার বদলে সহ্য করতে হয়েছিল হয়রানি, তাকে পিতলের হিজাব পরিয়ে কলেজে আসার হুমকি দিয়েছিল তারই বিশ্ববিদ্যালয়ের এক মুসলিম ছাত্র। এই ঘটনার কথা জানাজানি হতেই মহিলা কমিশনের সদস্য মীনা কুমারী আলিগড়ের পুলিশ সুপারকে চিঠি লেখেন এবং এই অভিযোগকে কেন্দ্র করে তদন্ত প্রক্রিয়া শুরু করার দাবি জানান।

অভিযোগকারিনী গত ১৩ই জুলাই পুলিশের কাছে অভিযোগ করেন যে কলেজের কয়েকটি বিষয় নিয়ে তিনি তাঁর মত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন৷ সেই পোস্টের নীচেই বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের একটি মুসলিম ছেলে তাকে কদর্য ভাষায় আক্রমণ করে। সে শাসানির সুরে জানায় যে কলেজ খুললে পিতলের তৈরি হিজাব পরে ক্লাসে আসতে বাধ্য করবে সে।

অভিযোগকারিনী জানিয়েছেন যে এই হুমকির পরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, আতঙ্কে আছেন৷ একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে এর আগে কলেজের তরফ থেকে এমনই হুমকি পেয়েছিলেন তিনি। সেইবার NRC-CAA বিলের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত পেশ করার জন্য কলেজে তাকে হয়রানির শিকার হতে হয়।

পুলিশ সুপার অরবিন্দ কুমার এই অভিযোগের সত্যতা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন যে নির্দিষ্ট ধারায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে।