যারা মদ খায়, তারা খাবে! আমরা খাবো গরুর দুধ, গোমূত্র: দিলীপ ঘোষ

0
1253

বঙ্গদেশ ডেস্ক: ‘বিদেশী গরু গোমাতা নয়, আমাদের দেশি গাভীর কুঁজে দোনা থাকে’। গতবছর নভেম্বর মাসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই বক্তব্যের পর হাসি ঠাট্টা কম হয়নি৷ গান বাঁধা হয়েছে, দেদার মিম বানানো হয়েছে, তবে দিলীপ রয়েছেন নিজের মতো করেই।

এসব হাসিঠাট্টায় বিশেষ প্রভাব পড়েনি তাঁর ওপর৷ বৃহস্পতিবার দুর্গাপুরের একটি চা-চক্রে যোগ দিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের বক্তব্যেই তা আরো একবার প্রমাণ হয়ে গেল। প্রাতঃভ্রমনের পর দলের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি গরু নিয়ে কথা বললেই অনেকের শরীর খারাপ হয়ে যায়। আমরা গরুর দুধ, গোমুত্র খেয়েই সুস্থ থাকি। গরুকে মা জ্ঞানে সেবা করি। গাধারা গরুর কথা বুঝবেনা।’

মর্নিং ওয়াকে বেরিয়ে মহিলাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘গোলমরিচ, তুলসীপাতা, মধু ভালো করে মিশিয়ে জলে ফুটিয়ে সবাইকে খাওয়ান। দেখবেন কোনো রোগে ভুগবেন না। বাড়ির কেউ যদি না খেতে চায়, তাহলে দুপুরে ভাত দেবেন না। বাধ্যতামূলকভাবে খেতেই হবে।’

তারপর তিনি জানান যে আমি সকালে হাঁটতে বেরোলে সাংবাদিকরাও থাকেন। তিনি তাদের কাঁচা হলুদ, কাঁচা আদা দেন। অনেকে খেতে না চেয়ে পালিয়ে যান, তাদের তিনি বলেন যে না খেলে সাক্ষাতকার দেবেন না। শেষে বাধ্য হয়েই খেয়ে নেন তাঁরা। আর এভাবেই খাওয়াতে হবে মানুষকে। রোগ রুখতে এটাই একমাত্র পথ।

করোনা মোকাবিলা নিয়ে রাজ্য সরকারের অপদার্থতার কথাও তুলে ধরেন তিনি৷ বলেন, ‘গত তিনমাস ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে রাজনীতি করেছেন বলেই আজ রাজ্যের এই শোচনীয় অবস্থা। সাধারণ মানুষ আজ বিপদে। মুখ্যমন্ত্রী আজ কোথায় সঠিক পদক্ষেপ নেবেন তা নয়, তিনিই আজ উদ্বেগ প্রকাশ করছেন।’