ভারতের বিমান কিনছে আমেরিকা? তেজসের লিফট ভ্যারিয়েন্ট মার্কিন নেভীর নজরে

0
1203

বঙ্গদেশ ডেস্ক:- পাশা উল্টে দিয়ে ভারত তার দেশীয় প্রযুক্তিতে তৈরি করা তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের Lead in Fighter Trainer (LIFT) সংস্করণটি মার্কিন নৌবাহিনীর কাছে বিক্রির প্রস্তাব পেশ করেছে। আমেরিকান নেভী ফাইটার জেট ট্রেনার কেনার জন্য একটি Request for Information (RFI) ছেড়েছে। এয়ারক্রাফট কেরিয়ারগুলিতে থাকা বিমানের পাইলটদের প্রশিক্ষণ দিতে তারা ট্রেনি বিমানের খোঁজ করছে বলে ইকোনমিক টাইমস জানিয়েছে।

স্বরাজ্যের প্রতিবেদন অনুসারে এই প্রথম ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রয়ের জন্যে ‘বীড’ জমা করেছে। মার্কিন নৌবাহিনীতে স্নাতক জেট ট্রেনিং সিস্টেমের (ইউজেটিএস) (Undergraduate Jet Training System – UJTS) জন্য তাদের এই জেটগুলি দরকার।

বিমানটি উন্নত এলসিএ তেজাস এমকে ১ এর বৈকল্পিকের ভিত্তিতে তৈরি। এই বিমানটি, ক্যারিয়ারে অবতরণ অনুশীলন এবং ক্যারিয়ারের Touch & go এর মত বিষয়গুলি অভ্যাস করা ও বিষয়গুলিতে দক্ষতা অর্জন করার মত, সমস্ত প্রাথমিক চাহিদাগুলি পূরণ করে। জেটে অ্যাডভান্স অ্যাভিওনিক্সের সমস্ত সুবিধাই অন্তর্ভুক্ত যার ফলে এটি প্রায় সব ধরণের জেটের নকল করতে সক্ষম করে, ককটপিট ডিসপ্লে লে আউট থেকে শুরু করে পারফর্ম্যান্স নিয়ন্ত্রণ অবধি সবই করতে পারে।

আরএফআইয়ের জবাবে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বিশদ প্রকল্পভিত্তিক পরিকল্পনা প্রেরণ করেছে। সংশ্লিষ্ট দপ্তর বর্তমানে এটির মূল্যায়ন করছে। অর্ডার পেলে ভারত জেটটির একটি ডেমনস্ট্রেশন উপযোগী সংস্করণ তৈরিরও প্রস্তাব দিয়েছে।

উল্লেখ্য, এক্ষেত্রে কোরিয়ান টিএ – ৫০-ও প্রতিযোগিতায় রয়েছে। ভারত এখন বেশিরভাগ বৈশ্বিক নির্মাতাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে, তবে তেজসকে বাকিদের থেকে এগিয়ে রাখছে বাজারে অনুরূপ জেটের অনুপস্থিতি। বিস্তৃতভাবে পরীক্ষিত, বহুল ব্যবহৃত, এলসিএ তেজস এয়ারক্র্যাফ্ট আগে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে পরিচালনা করায় বিশেষ দক্ষতার পরিচয় রেখেছে।