বিস্মৃত নায়ক বিরসা মুণ্ডাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বাংলায় কর্মসূচী শুরু অমিত শাহের

0
484

বঙ্গদেশ ডেস্ক: গতকাল রাতে কলকাতায় এলেন অমিত শাহ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানালেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গী সহ আরও অনেক বিজেপি নেতাকর্মী তাঁকে বিমানবন্দরে স্বাগত জানায়। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে রাতে মুখরিত হলো কলকাতা বিমানবন্দর।

বিহারের নির্বাচনের ময়দানের যুদ্ধ প্রায় শেষ পর্যায়ে। এবার বিজেপির লক্ষ্য বাংলা। পশ্চিমবঙ্গ সেই নির্বাচনী মহারণের বার্তা দিতে বঙ্গে গেরুয়া শিবিরের ‘চাণক্য’ এর আগমন বলেই মত বিশিষ্ট মহলের। বৃহস্পতি এবং শুক্রবার তাঁর র‍্যাপিড রাজনৈতিক কর্মসূচি রয়েছে। আজ বৃহস্পতিবার সকালেই বাঁকুড়া থেকে শুরু হয় তাঁর কর্মসূচি। বাঁকুড়ার জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাঁকে স্বাগত জানিয়েছে। বিহার ভোটের প্রচারে শাহকে দেখা না গেলেও বঙ্গের ২০২১-এর বিধানসভা নির্বাচনের রণকৌশল ঠিক করতে বিজেপির বাজি যে অমিতই তা এই সফরের মাধ্যমেই স্পষ্ট।

পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে যারপরনাই মরিয়া গেরুয়া শিবির। ভোট রাজনীতির নিরিখে রাজ্যের আদিবাসী-তফসিলি-মতুয়া ভোটব্যাঙ্ক টার্গেট করেছে বিজেপি। এবার সেই লক্ষ্যেই অমিত শাহ রাজ্যে এসেই আজ বাঁকুড়ায় সাংগঠনিক বৈঠক করেছেন নেতৃত্বের সাথে। সেখানে বিরসা মুণ্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আদিবাসী গ্রাম চতুর্দহীতে আদিবাসী পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সেরেছেন তিনি। বিজেপি সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার সকালের এই বৈঠকে হাওড়া, হুগলি, দুই বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সেরেছেন তিনি। বাঁকুড়ার রবীন্দ্রভবনে ওই বৈঠকে বিধানসভা ভিত্তিক দলের কার্যকর্তারা ছাড়াও জেলা ও রাজ্য নেতৃত্বেও ছিলেন। আজ রাতেই কলকাতা ফিরবেন তিনি।

দলীয় সূত্রে খবর, পদ্মভূষণ প্রাপ্ত পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করতে পারেন অমিত শাহ। এছাড়াও উত্তর ২৪ পরগনার গৌরাঙ্গনগরে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর কলকাতায় এসে ৪৫ মিনিটের একটি সাংবাদিক সম্মেলন করার কথাও রয়েছে তাঁর। শুক্রবার রাতে ফের দিল্লি ফিরবেন তিনি।