প্রবল‌ আক্রোশবশত পুরোহিতকে ব্যাট দিয়ে মারধর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

0
887

বঙ্গদেশ ডেস্ক:- মথুরায় মন্দিরের এক পুরোহিতকে ক্রিকেট ব্যাট দিয়ে অমানবিক ভাবে মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ঘটনা হরিয়ানার ফতেহবাদ জেলার বলে দাবি করা হয়েছে অপ‌ইন্ডিয়ার রিপোর্ট। খবর অনুযায়ী, মধ্যপ্রদেশের এক পুরোহিত কৈলাস শর্মা বিগত দুই বছর ধরে তার কাকাতো ভাই রামজির সাথে হরিয়ানার ফতেহপুর জেলায় বাস করতো। সেখানকার ঢাবি কলা গ্রামে একটি মন্দিরে তিনি পুরোহিত হিসেবে কাজ করতেন।

গত সোমবার গ্রামের কয়েকজন যুবক পুরোহিত কৈলাস শর্মার উপর চড়াও হয়। হামলাকারীরা পুরোহিতকে ব্যাট দিয়ে ভীষণ মারধর করে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গিয়েছে এক ব্যাক্তি অমানবিক ভাবে পুরোহিতকে মারধর করছে। এবং ওই পুরোহিত ব্যাথায় কাতর হয়ে বাঁচার জন্য আর্তনাদ করছে।

পুরোহিতের আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় আর ওনাকে উদ্ধার করে। এরপর গ্রামবাসীরা পুরোহিতের পরিবারকে এই বিষয়টি সম্পর্কে অবগত করে। ঘটনার খবর পাওয়া মাত্র পুরোহিতের কাকাতো ভাই আর বাবা সেখানে পৌঁছে যান।

পুরোহিতের বাবা কৈলাস শর্মাকে চিকিৎসার জন্য তৎক্ষণাৎ মধ্যপ্রদেশের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও প্রাপ্ত খবর অনুযায়ী, পুরোহিতের অবস্থা শোচনীয় হওয়ার কারণে তাকে মথুরার হাসপাতালে ভর্তি করানো হয়। আহত পুরোহিতের বাবা জানান, দুর্বৃত্তরা অমানবিক ভাবে তার ছেলেকে মারধর করেছে। তিনি দুর্বৃত্তদের কড়া শাস্তির জন্য করজোড়ে আবেদন জানিয়েছেন। তিনি পুলিশে অভিযোগও দায়ের করেছেন বলে খবর পাওয়া গিয়েছে।