খালিস্তানি নেটওয়ার্ক ও বিদেশী ফান্ডিংয় রুখতে জোরকদম প্রস্তুতি শুরু শাহর

0
647

বঙ্গদেশ ডেস্ক:- নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনে সামিল কৃষকদের সঙ্গে খালিস্তানের নাম যুক্ত হওয়ার পর সুরক্ষা এজেন্সি গুলো সতর্ক হয়ে পড়েছে। আর সেই কারণেই স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে একটি বড় সিদ্ধান্তও নিয়ে ফেলেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছে, খালিস্তানি সংগঠন আর তাদের সাথে যুক্ত NGO এর বিরুদ্ধে বড়সড় ক্র্যাকডাউনের গোপন প্রস্তুতি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে।

সুত্র অনুযায়ী জানা গিয়েছে, বিদেশী ফান্ড আর জঙ্গী গতিবিধির নজরদারির জন্য একটি স্পেশ্যাল টিম গঠন করা হয়েছে। এই টিম SFJ, বব্বর খালসা ইন্টারন্যাশানাল, খালিস্তান জিন্দাবাদ ফোর্স, খালিস্তান টাইগার ফোর্সের বিরুদ্ধে অ্যাকশন নেবে আর বিদেশী ফান্ডিংয়ের বিরুদ্ধে যথাযথ তদন্ত করবে। এই পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রক পাঞ্জাব পুলিশ, রাজ্য আর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা গুলোর থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিয়েছে।

এই টিম UK, কানাডা, USA, অস্ট্রেলিয়া, ফ্রান্স আর জার্মানি থেকে আমদানিকৃত বিদেশী ফান্ড গুলো নিয়ে তদন্ত করবে। সরকারের তরফ থেকে NIA ,ED, CBI, FIU আর আয়কর বিভাগকে খালিস্তানি সংগঠন গুলোর বিরুদ্ধে ক্র্যাকডাউনের নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমস্ত এজেন্সি গুলো সম্প্রতি একটি বড় বৈঠক করেছে। সেই বৈঠকেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে, খালিস্তানপন্থী সংগঠনের ভারত-বিরোধী কার্যকলাপ এবং কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, খালিস্তান সমর্থক সংগঠন, বেসরকারি সংগঠন আর খালিস্তানি জঙ্গীদের বিরুদ্ধে সরকারের অ্যাকশন জম্মু কাশ্মীরে কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী আর পাকিস্তান সমর্থিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে নেওয়া কঠোর অ্যাকশনের ন্যায় হবে।