আমফান

0
534

কোনো মানে আছে? জীবনের?
সাধের বাইক পড়ে আছে জলে টলটলে!
উল্টোনো আরোহী ভেসে যায় মুখ গুঁজে …
খামচে ধরেছে জামা পুলিশের হাত!
আমফানে ভেসে গেল জীবনের সাধ …

কলকাতা ধ্বস্ত, বাকিরাও তাই; কাকদ্বীপ থেকে
কল্যাণীর চরে শুধু হাহাকার গুমরে মরছে!
জল নেই, আলো নেই, কথা নেই, নেট নেই …
তালগোল পাকানো শুধুই গাছেদের গুঁড়ি,
বিদ্যুতের তার, উড়েছে টিনের চাল, আর
যা যা ছিল ক্ষেতের ফসল, গোলার হিসেবী ধান!
ঠিক নেই কোনো তান …

করোনার হিসাব পেরিয়ে গিয়ে
আমফানে শেষ হলো জীবনের খাতা!
কোনো মানে আছে? তবু
গভীর রাতের শেষে প্রহর পাখির ডাকে
জেগে ওঠে এ মাটির বাঁধ,
জেগে উঠে এ বাংলা আমফান পার হয়ে
বাড়িয়ে দিয়েছে হাত – জীবনের অফুরান সাধ …

Previous articleবঙ্গের জন্য
Next articleযাপন কৌশল
সুজিৎ রায়
কবি, লেখক, নিবন্ধকার, গণসমাজ ভাষ্যকার, রিসার্চ অ্যানালিস্ট। 'নুড়ি-পাথরের দিনগুলি' কাব্যগ্রন্থ। 'সোশিওলজি অফ মাদারহুড এ্যান্ড বিয়ন্ড' বইটির যৌথ-সম্পাদনা। ব্লগ http://drsujitroy.blogspot.com