মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরি নেবে না শীতলকুচিতে নিহত আনন্দের পরিবার

0
884

বঙ্গদেশ ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া আর্থিক সাহায্য ও চাকরি নেবে না শীতলকুচি কাণ্ডে নিহত আনন্দ বর্মনের পরিবার।তার পরিবারের একটাই দাবী তারা দোষীদের উপযুক্ত শাস্তি চান। এমনটাই আনন্দের পরিবার সূত্রে জানানো হয়েছে।

গত ১০ জুলাই চতুর্থ দফা ভোটের দিন সকালবেলায় শীতলকুচির পাঠানটুলি এলাকায় ৮৫ নম্বর বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে গুলিবিদ্ধ হন ১৮ বছরের আনন্দ বর্মন৷ যা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়৷

মৃত আনন্দের বাবা জগদীশ বর্মন বলেছেন, তৃণমূলের পক্ষ থেকে আমাদের আর্থিক সাহায্য ও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা সরাসরি না বলে
দিয়েছি৷ এদিকে আজ বুধবার শীতলকুচির মাথাভাঙা র‌ওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্র মারফত জানা গিয়েছে, তিনি দেখা করবেন নিহতদের পরিবার পরিজনদের সঙ্গেও।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন শীতলকুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চার গ্রামবাসীর৷ জখম হয়েছেন আরও তিনজন৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওই গুলি চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মমতা৷ এরপরই তাঁর বিরুদ্ধে ২৪ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন৷ মঙ্গলবার সন্ধ্যেয় উঠে গিয়েছে সেই নিষেধাজ্ঞা৷ তারপর তিনি ফের প্রচারে বেরিয়ে পড়েছেন৷